সজেদা নামের বাংলা অর্থ - এ নামের মেয়েরা কেমন হয়
সাজেদা নামটি আমাদের দেশে খুবই একটি পরিচিত এবং জনপ্রিয় নাম। অর্থের দিক থেকেও এ নামের একটি মর্যাদা আছে । আমরা যখন কোন বাচ্চার নাম রাখার জন্য সিদ্ধান্ত নেয় বা আমরা যারা এ নাম সম্পর্কে জানিনা তাদের জন্য আমার আজকের এ পোষ্টটি।চলুন 'সাদিয়া' নাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করি ।
যা যা থাকছেঃ সজেদা নামের আরবি এবং বাংলা অর্থ - এ নামের মেয়েরা কেমন হয়
- সাজেদা নামের ভিত্তিগত উৎপত্তি
- সাজেদা নামের আরবি অর্থ
- সাজেদা নামের বাংলা অর্থ
- সাজেদা নাম ইসলামিক কিনা
- সাজেদা নামের ইংরেজি বানাব
- কোথায় সাদেয়া নাম বেশি ব্যবহার হয়
- সাজেদা নামের জনপ্রিয়তা কেমন
- সাজেদা নামের মেয়েরা কেমন হয়
- সাজেদা নামের সাথে মিলিয়ে কিছু নাম
সাজেদা নামের ভিত্তিগত উৎপত্তি ঃ
সাজেদা নামের ভিত্তিগত বা মূলগত উৎপত্তি মূলত সেজদা শব্দ থেকে।সাজেদা স্ত্রীবাচক একটি নাম ।মেয়েদের ক্ষেত্রে এ নামটি ব্যবহার করা হয়ে থাকে।
সাজেদা নামের আরবি অর্থ ঃ
আরবিতে সাজেদা নামের বেশ কয়েকটি অর্থ পাওয়া যায়।যেমন, সাজেদা অর্থ সেজদা কারিনী,মাথানতকারিনী,ইবাদতকারিনী।
সাজেদা নামের বাংলা অর্থ ঃ
বাংলায় আমরা অনেকেই সাজেদা নামটি রাখলেও ,বাংলাই এ নামের অর্থ আমরা অনেকেই জানিনা।বাংলায় সাজেদা নামের অর্থ হলো- সফল বা বিজয়ী।
সাজেদা নাম ইসলামিক কিনাঃ
আমদের সবারই উচিত নাম রাখের আগে নামের অর্থ ভালো কি না ।নামটি ইসলামিক কি না সে সম্পর্কে জেনে নেয়া ।নাম রাখের ক্ষেত্রে যেহেতু ইসলামে তাগিদ আছে তাই নাম রাখের ক্ষেত্রে সাবধান থাকতে হবে ,নামটি ইসলামিক কি না সেটি দেখে নিতে হবে।নাম সম্পর্কে একটি হাদিসে আছে , রাসূলুল্লাহ (সা) বলেছেন -
' কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে।সুতরাং তোমরা সুন্দর নাম রাখ '।(আবু দাউদ, হাদিসঃ৪৩০০)
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে 'সাজেদা 'নামটি ইসলামিক কিনা ? হ্যাঁ ,সাজেদা নামটি একটি ইসলামিক নাম।যারা আপনাদের বাচ্চাদের বা পরিবারের কারো জন্য এ নামটি রাখতে চান তারা নিঃশন্দেহে এ নামটি রাখতে পারেন।
সাজেদা নামের ইংরেজি বানাব ঃ
সাজেদা নাম ইংরেজিতে দুই ভাবে লিখতে পারি ।যেমন,
- Sajeda
- Sazeda
কোথায় সাদেয়া নাম বেশি ব্যবহার হয়ঃ
যেহেতু এটি একটি ইসলামিক নাম তাই সারা পৃথিবীতেই মুসলমান ধর্মে লোকজন দের এ নাম রাখতে শোনা যায়।তবে পাকিস্তান , বাংলাদেশ , তানজেনিয়া এ কয়েকটি দেশে এ নামটি বেসি ব্যবহার করতে দেখা যায়।
সাজেদা নামের জনপ্রিয়তা কেমন ঃ
আগেও বলেছি সাজেদা একটি খুবই পরিচিত এবং জনপ্রিয় নাম।এটি ইসলামিক এবং অর্থের দিক থেকেও মর্যাদা সম্পন্ন হওয়াই অনেক মানুষ এ নামটি ব্যবহার করে থাকে। প্রতি বছর প্রায় ৩২০০ বার এ নাম সম্পর্কে সার্চ দেয়া হয় ।গুগোলে নাম অর্থ সার্চ করার তালিকায় ২০১৫ সালে টপে ছিল এ সাজেদা নামটি।
সাজেদা নামের মেয়েরা কেমন হয় ঃ
প্রথমেই বলে নেয়া ভালো ,নাম দিয়ে কোন মানুষ কে বা মানুষের দোষ-গুন বিচার করা খুবই একটি কঠিন কাজ ,এটা শুধু কঠিন না অসম্ভবও বটে । অনেক সময় নামের সাথে চরিত্রের মিল নাও থাকতে পারে ।
সাজেদা নামের আরবি অর্থ বিশ্লেষন করে বলা যায় ,এ নামের মেয়েরা হয় ইবাদাতকারি এবং এরা আল্লাহকে সেজদা করতে পছন্দ করে। এরা নামাযী এবং সোজা মনের হয়।এরা কাওকে কষ্ট দেয়না। সহধর্মীনি হিসেবে এরা যোগ্য হয়।সাজেদা নামের মেয়েরা বেশ দায়ীত্বশীল হয়।
সাজেদা নামের সাথে মিলিয়ে কিছু নাম ঃ
আপনারা যারা সাজেদা নামটি পছন্দ করেন তাদের জন্য এ নামের সাথে মিলিয়ে কিছু নামের তালিকা দেয়া হলো,
- সাজেদা আক্তার
- সাজেদা খাতুন
- সাজেদা পারভিন
- সাজেদা আলম
- সাজেদা বেগম
- সাজেদা হোসেন
- সাজেদা খান
- সাজেদা চোধুরি
- সাজেদা রহমান
- সাজেদা সরকার
- সাজেদা নাওয়ার
- সাজেদা শেখ
- সাজেদা জাহান
- সাজেদা সুলতানা
- সাজেদা খানম
- সাজেদা আহমেদ
- সাজেদা মাহতাব
beautiful apu..