অ্যাডিনয়েড কি - এডিনয়েড হলে করণীয় - অ্যাডিনয়েডের লক্ষণ - অ্যাডিনয়েডের হোমিও চিকিৎসা

অ্যাডিনয়েড বাচ্চাদের জন্য একটি অত্যন্ত জটিল এবং কষ্টদায়ক রোগ। এর ব্যাপারে এ ব্যাপারে শুধু থেকে সচেতন না হলে , বাচ্চাদের বুদ্ধি বিকাশের ক্ষেত্রে এবং ভবিষ্যৎ জীবনে অনেক বড় শারীরিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে । তাই ,শুরু থেকেই আপনার বাচ্চার অ্যাডিনয়েডের ব্যাপারে সচেতন হন এবং আপনার বাচ্চাকে সুস্থ জীবন যাপনে সাহায্য করুন।

আজকে এই পোস্টের মাধ্যমে আপনাদের জানাবো বাচ্চাদের অ্যাডিনয়েড সম্পর্কে কিছু তথ্য। অ্যাডিনয়েড সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে হলে , এই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন। আশা করছি পোস্টটি শেষ পর্যন্ত পড়ার মাধ্যমে অ্যাডিনয়েড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, এবং এই তথ্যগুলি আপনার অনেক উপকারে আসবে।

পোষ্টের ভেতরে যা যা থাকছেঃ অ্যাডিনয়েড কি - এডিনয়েড হলে করণীয় - অ্যাডিনয়েডের লক্ষণ - অ্যাডিনয়েডের হোমিও চিকিৎসা।

অ্যাডিনয়েড কি

অ্যাডিনয়েড হল একটি গ্রন্থি, আমাদের নাকের পেছনের অংশে এই গ্রন্থি কি অবস্থিত। গঠনের দিক থেকে এই গ্রন্থটি দেখতে অনেকটা টনসিলের মত হয়। কোন কারণে যখন এই গ্রন্থিটি স্বাভাবিকের তুলনায় বড় হয়ে গিয়ে নাকের পেছনে শ্বাসনালী যখন বন্ধ করে দেয়, তখন শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে সমস্যা হতে থাকে। সাধারণত শিশুদের ক্ষেত্রে এই অ্যাডিনয়েডের সমস্যাটি হয়ে থাকে। শিশুদের জন্য এই অ্যাডিনয়েডের সমস্যাটি বেশ জটিল একটি সমস্যা। হলে শিশুরা শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট পাই।

কোন বয়সী শিশুদের অ্যাডিনয়েড হয়

আজকাল কার দিনে প্রতিটি ঘরে ঘরেই শিশুদের এই অ্যাডিনয়েডের সমস্যা দেখা যাচ্ছে । অ্যাড্রিনয়েডের এই সমস্যাটি মরণঘাতী না হলেও, শিশুদের ভবিষ্যৎ জীবনে হে প্রভাব পড়ে। সাধারণত ৩-৭ বছর বয়সী শিশুদেরকে আক্রান্ত হতে বেশি দেখা যায়।

অ্যাডিনয়ডের লক্ষণ

আপনার শিশু অ্যাডি নয়ডে আক্রান্ত হয়েছে কিনা সেটি কিছু লক্ষণ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন । শিশুরাডিনয়েডে আক্রান্ত হলে কিছু লক্ষণ দেখে বোঝা যায় যে তারা অ্যাডি নেটে আক্রান্ত। যদি মনে হয় আপনার শিশু আক্রান্ত তাহলে দেরি না করে সরাসরি রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিন। তাহলে জেনে নেয়া যাক কোন কোন লক্ষণ গুলো দেখলে আপনি নিশ্চিত হবেন যে আপনার বাচ্চা অ্যাডিনয়েডে আক্রান্ত। বাচ্চাদের এডিনয়েডের লক্ষণ গুলো হল,

  • নাকে সবসময় সর্দি সর্দি ভাব থাকা
  • গলা খুসখুস করা এবং কাশি হওয়া
  • একটু ঠান্ডা লাগলেই গলার কন্ঠস্বর বসে যাওয়া
  • মাঝে মাঝে গলা ব্যথা হতে পারে
  • পড়াশোনা ও বিভিন্ন কাজে অমনোযোগী
  • বাচ্চাদের এডিনয়েড থাকলে অনেক সময় বিছানায় প্রস্রাব করার সমস্যাও দেখা যায়
  • শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া
  • বিছানায় শুয়ে নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে মুখ হাঁ করে নিঃশ্বাস নেওয়া
  • ঘুমালে নাক ডাকার মতন শব্দ করা
  • মাঝে মাঝে গলায় ইনফেকশন হওয়া
  • কানের মধ্যে ব্যথা করা ও কানে পানি জমা
  • গলার পেছনে থাকা ইউস্টেশিয়ান টিউবারের ভেতর দিয়ে কানের মধ্যে চলে আসা
  • শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়া
  • বাচ্চাদের সব সময় ঘুম ঘুম ভাব হওয়া
  • অতিরিক্ত দুষ্টামি বা বদমাসি করা

অ্যাডিনয়েড হলে করণীয়

আপনি যদি জানতে পারেন যে আপনার শিশুর এডিনয়েডের সমস্যায় ভুগছে, তাহলে নিচে দেওয়া কাজগুলো তাদেরকে কখনোই করতে দেবেন না বা করাবেন না। হলে যে কাজগুলো করণীয় সেগুলো নিচের তালিকা আকারে দেয়া হলো,

  • ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার খেতে দেওয়া যাবে না
  • শিশু ঘুমালে তার মাথার দিকটা বালিশ দিয়ে একটু উঁচু করে দিতে হবে
  • খেয়াল রাখতে হবে শিশু যেন চিত হয়ে না ঘুমায়।
  • শিশুর ঘরটিতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে
  • সচেতন থাকতে হবে কোনভাবেই যেন ঠান্ডা না লেগে যায়
  • এলার্জি সমস্যা থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে
  • প্রতিদিন নিয়মিতভাবে রোদে কিছুটা সময় খেলাধুলার অভ্যাস করাতে হবে
  • বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার অভ্যাস করাতে হবে
  • শিশুকে সুষম ও পুষ্টিকর খাবার দিতে হবে
  • শিশুর ওজন যেন বয়সের তুলনায় বেশি না হয়ে যায় এ ব্যাপারে খেয়াল রাখতে হবে

অ্যাডিনয়েডের অপারেশন না করলে কি অসুবিধা হতে পারে

বাচ্চাদের জন্য অ্যাডিনয়েড একটি বেশ জটিল। কিন্তু রোগটি জটিল হলেও এর অপারেশন জটিল কিছু নয়। এর অপারেশনে ভয়ের কোন কারণ নেই, তাই আপনার বাচ্চা যদি আক্রান্ত হয় তাহলে অযথা সময় নষ্ট না করে দ্রুত অপারেশন করিয়ে নেয় ভালো। কারণ যতদিন আপনি অপারেশন করাবেন না বাচ্চা কোন কাজ করলে এমনকি ঘুমিয়েও শান্তি পাবে না। এডেনয়েড থাকলে অ্যাডিনয়েডের অপারেশন না করা যায় নাম বন্ধ থাকার কারণে বাচ্চারা নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নেয় তাই এদের ঘুমের ব্যাঘাত ঘটে। আর এই ঘুমের ব্যাঘাত থেকে সৃষ্টি হতে পারে শারীরিক বিভিন্ন জটিলতা বা অসুখ ।

নাক দিয়ে নিঃশ্বাস নিতে না পারার কারণে মাঝে মাঝে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মত না হয়। থাকলে যেহেতু বাচ্চারা নাক দিয়ে নিঃশ্বাস ভালোভাবে নিতে পারেনা সেই কারণে দিনে দিনে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে থাকে । আর শরীরের এই অক্সিজেনের ঘাটতি থেকে শিশুর বুদ্ধির অসুবিধা হয় বা শিশুদের বুদ্ধির বিকাশ ভালোভাবে ঘটে না । থাকলে পড়াশোনায় মনোযোগ থাকে না, যা পরবর্তীতে বাচ্চাদের ভবিষ্যতের উপর বিশেষ প্রভাব ফেলে । অ্যাডিনয়েড এর অপারেশন না করালে এর কারণে ঘন ঘন কানে ইনফেকশন হতে পারে। এবং দীর্ঘদিন কানে ইনফেকশন থাকার কারণে কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে এবং অ্যাডিয়েট থাকলে শিশুর কানে কম শনে। কানে ব্যথা হয় এবং কান দিয়ে পুঁজ পড়ে।

অ্যাডনয়েডের হোমিও চিকিৎসা

বাচ্চাদের শরীরে অস্ত্রপ্রচার না করেও হোমিও চিকিৎসার মাধ্যমে অ্যাডিনয়েড পুরোপুরি ভালো হয়। বাচ্চাদের শারীরিক গঠন , আকার - আকৃতি, চারিত্রিক বৈশিষ্ট্য , পছন্দ-অপছন্দ , অসুখের ধরন ইত্যাদির ওপর ভিত্তি করে সঠিকভাবে যদি হোমিও ঔষধ করা যায়, তাহলে অত্র প্রচার ছাড়াও এডিনয়ের দূর করা সম্ভব। আসুন তাহলে এবার জেনে নিই  কোন কোন ওষুধগুলোর মাধ্যমে চিকিৎসা করা যায়। অ্যাডিনয়েড দূর করার ক্ষেত্রে হোমিওর যেই ওষুধগুলো বেশ ভালো এবং যাদুকরি ভূমিকা রাখে সেই ওষুধগুলোর নাম নিচে দেওয়া হল,

  • Agraphis Nut 200
  • calcerea carb 200/1m
  • Calcerea phos 200/1m
  • Calcerea iod 200/1m
  • Sulphur 30/20
  • Baryta carb 200/1m
  • Baryta iod 200/1m
  • Cistus can 30/200

হোমিও চিকিৎসার মাধ্যমে অস্ত্রপচার ছাড়াও এর জটিল রোগ দূর করা যেতে পারে। তাই আপনার বাচ্চা যদি অ্যাডিনয়েডের সমস্যায় ভুগে থাকে , তাহলে দেরি না করে বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে এবং বাচ্চাকে অস্ত্র প্রচার ছাড়াই সুস্থ করে তুলুন।

পরিশেষে আপনাদেরকে এ কথাটি বলতে চাই ,অ্যাডিনয়েড এর ব্যাপারে শুরু থেকে সচেতন হলে, ঔষধের মাধ্যমে এটি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। এ কারণে লক্ষণগুলো জানুন এবং আপনার বাচ্চার এডিনয়েড হয়েছে কিনা দেখে নিন ।যদি মনে করেন আপনার বাচ্চা অ্যাডিনয়েডে আক্রান্ত , তাহলে আর দেরি না করে সরাসরি রেজিস্টার ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং বাচ্চাকে সুস্থ করুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url