গুরুত্বপূর্ণ বাগধারা তালিকা (৩০০+)

কথা বলার বিশেষ ধরণ বা ঢং হল বাগধারা। মানুষ যখন কথা বলে তখন তার কথায় বিভিন্ন ধরনের দিতি প্রকাশ পায়। বাগধারার মাধ্যমে মনের গভীর ভাবকে অল্প কথায় প্রকাশ করা যায়। আজকে এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো বিভিন্ন শব্দ দিয়ে গুরুত্বপূর্ণ বাগধারা তালিকা (৩০০+)

পোষ্টের মাধ্যমে প্রকাশ করা বিভিন্ন শব্দ দিয়ে গুরুত্বপূর্ণ বাগধারা তালিকা (৩০০) এর মধ্যে থেকে এই বাগধারা গুলো আপনি বিভিন্ন সময় বিভিন্ন কাজে বা কথায় ব্যবহার করতে পারেন এবং আশা করছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতেও এই গুরুত্বপূর্ণ বাগধারা তালিকা (৩০০+) এর মধ্যে থেকে কমন পেতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে বিভিন্ন অক্ষর দিয়ে গুরুত্বপূর্ণ বাগধারা তালিকা (৩০০+) জেনে নেয়া যাক

 অ

  1. অকূল পাথার (ঘোর বিপদ ) - অকুল পাথারে খোদা তুমিই আমাকে শক্তি দাও
  2. অদৃষ্টের পরিহাস (ভাগ্যের নিষ্ঠুরতা) - অদৃষ্টের পরিহাসে রাজাও ভিখারি হয় 
  3. অগাধ জলের মাছ (বেশি চালাক)- হাকীম অগাধ জলের মাছ তাকে চেনাও দায়
  4. অগ্নিপরীক্ষা (কঠিন সংকট) - সততার অগ্নিপরীক্ষায় হওয়াই মানুষের ধর্ম।
  5. অক্ষরে অক্ষরে ( হুবহু) - গুরুজনের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করলে জীবনে সাফল্য লাভ করতে পারবে। 
  6. অকুলে কুল পাওয়া (নিরুপায় অবস্থা থেকে উদ্ধার পাওয়া) - রাসেলের চাকরি পাওয়ায় তার বিধবা মা অকুলে কুল পেলেন। 
  7. অকালপক্ক (বয়সের তুলনায় বেশি পাকা) - কলিকালের অকাল পক্ক ছেলেরা সিনেমা দেখে যেন মহাজ্ঞানী 
  8. অক্কা পাওয়া (মারা যাওয়া) - মন্টু মিয়া মক্কায় গিয়ে অক্কা পেয়েছে 
  9. অর্ধচন্দ্র ( গলা ধাক্কা) - লোকটি বিনা টিকিটে ট্রেনে উঠে অর্ধচন্দ্র খেল 
  10. অন্ধকারে যষ্টি/নড়ি (একমাত্র অবলম্বন) - ছেলেটি বৃদ্ধা মায়ের অন্ধের যষ্ঠি/নড়ি 
  11. অরণ্য রোদন ( বৃথা অনুনয়) - কৃপণের কাছে জনসেবা নামে চাঁদা চাওয়া অরণ্যে রোদনের সামিল 
  12. অমাবস্যায় চাঁদ (দুর্লভ দর্শন) - উচ্চ বেতনের চাকরি লাভের পর জহিরকে আর দেখা যায় না, সে যেন একেবারে অমাবস্যায় চাঁদ হয়ে গেছে
  13. অন্ধকারে ঢিল মারা (আন্দাজে কাজ করা) - অন্ধকারে ঢিল মারলে কখোনোই ফল হবে না 
  14. অকাল কুষ্মাণ্ড (অপদার্থ) - তোমার মতো অকাল কুষ্মাণ্ড দিয়ে এ কাজ কোনোমতেই সম্ভব নয় 
  15. অন্ধকার দেখা (দিশেহারা হয়ে পড়া)- এ বিপদে আমি যে সবই অন্ধকার দেখছি 
  16. অমৃতে অরুচি (কল্যাণকর বস্তুকে) - রহিমের সরকারি চাকরি ছেড়ে কৃষিকাজে আত্মনিয়োগ, এ যে দেখছি অমৃতে অরুচি 

  1. আকাশের চাঁদ হাতে পাওয়া ( দুর্লভ বস্তু পাওয়া) - চুরি হয়ে যাওয়া শিশুটিকে ফিরে পেয়ে মা যেন আকাশে চাঁদ হাতে পেলেন 
  2. আক্কেল গুডুম (হতবাক হওয়া) - ছেলে  ঔদ্ধত্যপূর্ণ ব্যবহারে শরিফ সাহেব একেবারে আক্কেল গুডুম
  3. আক্কেল সেলামি (বোকামির দন্ড বা শাস্তি) - বিনা টিকিটে ট্রেন ভ্রমণে সবাই তাকে পঞ্চাশ টাকা আক্কেল সেলামি দিতে হলো 
  4. আঁধার ঘরের মানিক (অতি প্রিয় বস্তু) - বাবা মার কাছে সকল সন্তান আধাঁর ঘরের মানিক ।
  5. আঁতে ঘা দেওয়া (মনে কষ্ট দেয়া) - উচিত কথা বললে সবারই আঁতে ঘা লাগে।
  6. আক্কেল দাঁত (বুদ্ধির পরিপক্কতা) -তোমার আক্কেল দাঁত ওঠেনি তাই তুমি এ বিষয়ে কিছু বুঝবে না।
  7. আদিখ্যেতা (ন্যাকামি) - আর আদিখ্যেতা করতে হবে না এবার আসল কথা বলো।
  8. আগুনে ঘি ঢালা (উত্তেজনা বাড়ানো) - ভাইয়ে ভাইয়ের ঝগড়াই গ্রামবাসী আগুনে ঘি ঢেলে দিল ।
  9. আলালের ঘরের দুলাল (অতি আদরে) - তোমার মত আলালের ঘরের দুলাল দিয়ে কোন কঠিন কাজ হবে না।
  10. আদায় কাঁচকলা (চরম শত্রুতা) - শাশুড়ি বউতে একেবারে আদায় কাঁচকলা সম্পর্কে ।
  11. আকাশে তোলা (অতিরিক্ত প্রশংসা করা) - চাটুকাররা কর্মকর্তাদের কথায় কথায় আকাশে তোলে ।
  12. আমতা আমতা করা (ইতস্তত হওয়া, দ্বিধা করা) - আমতা আমতা না করে স্পষ্টভাবে কথা বল ।
  13. আদা জল খেয়ে লাগা (প্রাণপণ চেষ্টা করা) - সেই কাজটি শেষ করার জন্য আদা জল খেয়ে লেগেছে ।
  14. আকাশ পাতাল (বিশাল ব্যবধান) - ধনী ও গরিবের জীবনযাপনের মধ্যে আকাশ পাতাল ব্যবহার ।
  15. আমড়া কাঠের ঢেঁকি ( অপর্দাথ) - তোমার মত আমড়া কাঠের ঢেঁকি দিয়ে কোন কাজ হবে না ।
  16. আষাঢ়ে গল্প (আজগুবি ঘটনা, অসত্য গল্প) - নার্গিস আষাঢ়ে গল্প বলতে পারদর্শী

ই,ঈ

  1. ইঁদুর কপাল (খারাপ ভাগ্য) - আমি ইঁদুর কপালে মানুষ , আমার জীবন ব্যর্থতাই পরিপূর্ণ
  2. ইতর বিশেষ (পার্থক্য) -  প্রকৃত মানুষ যিনি তিনি অপরের মধ্যে ইতর বিশেষ কল্পনা করেন
  3. ইঁচড়ে পাকা (অকাল পক্ব) - এমন ইচঁড়ে পাকা ছেলে জীবনে আর একটাও দেখিনি 
  4. ঈদের চাঁদ ( অতি প্রত্যাশিত বস্তু ) - ছাড়ানো ছেলে ফিরে পেয়ে বাপ-মা যেন ঈদের চাঁদ হাতে পেলেন

                    উ,ঊ

  1. উড়নচণ্ডী (অমিতব্যয়ী ) - উড়নচণ্ডী হলে সংসারে উন্নতি হয় না
  2. উত্তম-মধ্যম ( প্রহার) - চোরটাকে উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দাও
  3. উভয় সংকট ( দুদিকে বিপদ ) - আমার হয়েছে উভয় সংকট , বাবার কথা রাখলে মা বেজার হন, মাকে খুশি করতে গেলে বাবা বিরানভাজন হই
  4. উড়োচিঠি ( বেনামী পত্র ) - চেয়ারম্যান সাহেব একবারে ভেঙ্গে পড়েছেন
  5. উলুবনে মুক্তা ছাড়ানো (অযোগ্য স্থানে মূল্যবান দ্রব্য রাখা ) - অপুর মত  নির্বোধকে উপদেশ দেওয়া আর উলুবনে মক্তা ছাড়ানো একই কথা
  6. উঠে পড়ে লাগা (দৃঢ় সংকল্প। ) - এ বার পরীক্ষায় পাশ করার জন্য করিম উঠেপড়ে লেগেছে।
  7. উড়ো কথা (গুজব )  -উড়ো কথায় কান দেওয়া বুদ্ধিমানের কাজ নয়।
  8. উড়ে এসে জুড়ে বসা (অযাচিতভাবে এসে স - জীবনে যাকে দেখিনি কি না উড়ে এসে জুড়ে বসেছে সংসারে
  9. উদোর পিণ্ডী বুধোর ঘাড়ে (একের দোষ অন্যের ওপর চাপানো )  - চুরি করল মিনা ,আর শাস্তি পেল দিনা একেই বলে উদোর পিণ্ডী বুধোর ঘাড়ে 
  10. উপরি ক খরচ (অতিরিক্ত ব্যয় ) - সংসারে খরচ থাকলে উন্নতি হয় না
  11. উপরি পাওনা (অবৈধ লাভ ) - বহু সৎ চাকরিজীবী আছেন যারা উপরি পাওনার ধার ধারেন না 
  12. উজানের কই ( সহজলভ্য ) - জামালের ফলাফল কে উজানের কই ভেবনা এর জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে।
  13. ঊনপঞ্চাশ বায়ূ ( পাগালামি )  - বিলের ফেরত মনিবের ঊনপঞ্চাশ  বায়ুতে সকলেই অতিষ্ঠ
  14. ঊনপাজুরে (হতভাগ্যে ) - ঊনপাজুরে বেকার ছেলেটা এতদিনে চাকরি পেয়েছে 

                        এ

  1. এক ঢিলে দুই পাখি মারা ( এক কৌশলে দুই কাজ করা ) - একই লোক প্রকাশনায় ও পত্রিকায় কাজ করে যেন এক দিনে দুই পাখি মারা
  2. একাই একশ(বিশেষ ক্ষমতা সম্পন্ন) - বকুলের ওপর কাজের দায়িত্ব দিয়েছো আর কিছু ভাবতে হবে না ও একাই একশ।
  3.  এক গোয়ালের গরু (এক দলের লোক) - ওরা সবাই এক গোয়ালের গরু ভালো কাজে ওদেরকে কখনোই পাবে না
  4. এক হাত দেখা (প্রতিশোধ নেওয়া) - অনেক অন্যায় সহ্য করেছি আর নয় এবার এক হাত দেখে নিব
  5. এঁড়ে গলা (কর্কশ কণ্ঠস্বর) - এঁড়ে গলা নিয়ে সংগীত চর্চা করতে এসেছে তোমার গান শুনে তো শ্রোতা পালাবে
  6. একাদশে বৃহস্পতি (প্রবল সৌভাগ্য) - খন্ডকার সাহেবের উন্নতি দেখে মনে হয় তার এখন একাদশে বৃহস্পতি যেখানে হাত দেন সেখানেই শোনা ফলে।
  7. এক কথার মানুষ (সিদ্ধান্তে কঠোর) - আমাদের চেয়ারম্যান সাহেব এক কথা মানুষ।
  8. এলাহি কান্ড (বিরাট আয়োজন) -সামান্য ব্যাপারে এলাহি কাণ্ড করার কোন যৌক্তিকতা নেই।
  9. একচোখা (পক্ষপাতিত্ব) - একচোখা মানুষের কাছে ন্যায়বিচার আশা করা যায় না ।
  10. এলোপাথারি (বিশৃঙ্খলভাবে) -শত্রু সেনারা বাঙালিদের ওপর এলোপাথারি গুলি বর্ষণ করেছিল।
  11. এক মাঘে শীত যায় না (বিপদ একবারই আসে না) - আমাকে ফাঁকি দিলে , মনে রেখো এক মাঘে শীত যায় না।
  12. এসপার ওসপার (মীমাংসা) - করে থেকে লাভ কি ,এসপার ওসপার একটা করে ফেলো ।

  1. কপাল ফেরা (সৌভাগ্য লাভ) - টিকিট কিনে মনির তার কপাল ফেরাতে চাই ।
  2. কত ধানে কত চাল (টের পাওয়া) - উপার্জন করতে হলে বুঝতে পারতে কত ধানে কত চাল
  3. কড়ায় গন্ডায় (পুরোপুরি) - তোমার হিসাব কড়ায় গন্ডায় বুঝে পেলেই আমার কাজ শেষ
  4. কথার কথা (গুরুত্বহীন কথা) - এগুলো একান্তই কথার কথা
  5. কেঁচো খুঁড়তে সাপ (সামান্য থেকে গুরুতর আকার ধারণ করা) - ব্যাপারটি নিয়ে বেশি নাড়াচাড়া করলে কেঁচো খুঁড়তে সাপ বের হতে পারে।
  6. কাঠের পুতুল (নির্বাক) - কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে থেকো না।
  7. কেউ কাটা (সামান্য) - সেন্টু মিয়া কেউ কাটা লোক নয়।
  8. কেষ্ট বিষ্টু (গুরুত্বপূর্ণ ব্যক্তি) - বিভিন্ন সম্মেলনে কেষ্ট বিষ্টু লোকেরা মুখ্য ভূমিকা পালন করে।
  9. কেবলা হাকিম (অনভিজ্ঞ) - তোমার মতন কেবলা হাকিম দিয়ে কাজ হবে না।
  10. কাঁঠালের আমসত্ত্ব (অসম্ভব ব্যাপার) - তুমি যে গল্প বলছো সেটি একেবারে কাঁঠালের আমসত্ত্ব ব্যাপার।
  11. কংশ মামা (নির্মম আত্মীয়) -সাহায্য কোথায় পাবো, সবাই কংস মামার দল।
  12. কাঁচা পয়সা (নগদ টাকা) -আজকাল চোরাকারবারি রাত প্রচুর কাঁচা পয়সার মালিক।
  13. কান পাতলা (বিশ্বাস প্রবন) - তোমার মতন কান পাতলা লোকেরা অনেক অনর্থ ঘটিয়ে থাকে।
  14. কৈ মাছের প্রাণ (যে সহজে মরেনা) - রোগে কাতর তবু মরছে না, এ যেন কৈ মাছের প্রান।
  15. কলুর বলদ (বুদ্ধিহীন ভারবাহী) - সারা বছর কলুর বলদ এর মতন মানুষের বাড়িতে সে খেটেই চলেছে।
  16. কান খাড়া করা (মনোযোগী হওয়া) -সে কি বলে তা শোনার জন্য মিতু কান খাড়া করে রইল।
  17. কুল কাঠের আগুন (তীব্র জ্বালা) - সালমানের কথায় আমার সারা শরীরে ফুল কাঠের আগুন জ্বলছে
  18. কাছা ঢিলা (অসাবধান) - কাছা ঢিলা ব্যক্তিকে কোন গুরুত্বপূর্ণ কাজ দেওয়া উচিত নয়।

  1. খড়ের আগুন (উগ্রপ্রকৃতি) - জ্যৈষ্ঠ মাসে দেশের খড়ের আগুন পরিলক্ষিত হয়।
  2. কপাল খন্ড (দুর্ভাগ্য) - আমি একজন কপালখণ্ড মানুষ।
  3. খন্ড প্রলয় (তুমুল কান্ড) - দুই ভাইয়ের মধ্যে একটি খন্ড প্রলয় বেধেছিল।
  4. খিচুড়ি পাকানো (জটিলতা বাঁধানো) - দুই বন্ধুর মধ্যে তুমি আর খিচুড়ি পাকিও না।
  5. খাল কেটে কুমির আনা (অজান্তে নিজের বিপদ ডেকে আনা) - ভালো করতে গিয়ে তুমি নিজেই খাল কেটে কুমির এনেছো।

  1. চাঁদ হাতে পাওয়া (দুর্লভ জিনিস পাওয়া) - সরকারি চাকরি পেয়ে সে যেন চাঁদ হাতে পেয়েছে।
  2. চোখ পাকানো (রাগ দেখানো) - দেরি করে বাড়ি ফেরাই মা ভীষণ চোখ পাকিয়েছেন।
  3. চোখে ধোঁয়া দেখা (হতভম্ব হওয়া) - ফসলের ক্ষতি হয় কৃষকরা চোখে ধোঁয়া দেখছে।
  4. চোখে পড়া ( সুনজরে পড়া ) - আলম সাহেবের বড় ছেলে তার চোখে পড়েছে।
  5. চোখের মনি (পরম আদরের পাত্র) - সে যেন পিতা-মাতার চোখের মনি।
  6. চোখের পর্দা (লজ্জা) - মিতুর দেখছি চোখের পর্দা নেই।
  7. চড় মেরে গড় (সর্বনাশ করে সম্মান দেখান) - মিথ্যা সাক্ষ্য দিয়ে এখন এসেছে চড় মেরে গড় দেখাতে।
  8. চক্ষু শূল (অসহ্য) - ছেলেটি সৎ মায়ের চক্ষু শূল হয়ে উঠেছে।
  9. চশম খোর (নির্লজ্জ) - তোমার মতন চশম ফর আমি আর দ্বিতীয়টি দেখিনি।
  10. চুল পাকা (অভিজ্ঞতা হওয়া) - ডাক্তারি করে চুল পাকালাম আর তুমি বলছো রোগ চিনতে পারব না।
  11. চুনোপুটি (সামান্য ব্যাক্তি) - তার মতন চুনোপুটিকে দেখে কিসের ভয়।
  12. চোখে সর্ষে ফুল দেখা (চারিদিকে বিপদ দেখা) - সারা বছর পড়াশুনা না করে সে এখন চোখে  ফুল  দেখছে।
  13. চোখের চামড়া (চক্ষু লজ্জা থাকা) - চোখের চামড়া থাকলে তার কাছে সে এমন আবদার করতে পারতো না।
  14. চিনির বলদ (অন্যের জন্য খেটে মরা) - সারা জীবন অফিসের জন্য চিনির বলদের মতন খেটে গেলাম।

  1. ছেলের হাতের মোয়া (সহজলভ্য বস্তু) - চারটি পাওয়া কোন ছেলের হাতের মোয়া নয় ।
  2. ছিনিমিনি খেলা (অপচয় করা) - গরিব মানুষ খেতে পারছে না আর তুমি খাবার নিয়ে ছিনিমিনি খেলছো।
  3. ছাই চাপা আগুন (গোপন প্রতিভা) - সজীবের মধ্যে আসলে ছাইচাপা আগুন আছে।
  4. ছাতা ধরা (সাহায্য করা) - এখন আর কেউ কাউকে ছাতা ধরতে চাই না ।
  5. ছিচ কাঁদুনে (অল্পতেই কেঁদে ফেলা) -তোমার ছিচ কাঁদুনে স্বভাবটা আর গেল না।

  1. জগাখিচুড়ি (গোলমাল সৃষ্টি করা , বিশৃঙ্খলা তৈরি করা) -গুছিয়ে কথা বলতে না পারলে, বিষয়টি  জগা খিচুড়ি হয়ে যাবে।
  2. জলাঞ্জলি দেয়া (বিসর্জন দেওয়া) - সামান্য টাকার জন্য অনেকেই নিজের চরিত্র জলাঞ্জলি দেয়।
  3. জাল পাতা (ষড়যন্ত্র করা) -রহিমকে বিপদে ফেলার জন্য করিম জাল পেতেছে।
  4. জিলাপির প্যাচ (কূট বুদ্ধি) - তোমার মনে এত জিলাপির প্যাচ আছে আগে জানতাম না।
  5. জোঁকের মুখে নুন (দুষ্টু লোকের উপযুক্ত শাস্তি) -  খুনির ফাঁসির হুকুম হয়েছে, এবার জোঁকের মুখে নুন পড়েছে।
  6. জলের আলপনা (ক্ষণস্থায়ী বস্তু) - বড়লোকের ছেলের সাথে বন্ধুত্ব করা জলের আলপনা মাত্র।
  7. জলে কুমির ডাঙ্গায় বাঘ (উভয় সংকট) - অন্যের কথা শুনে তার এখন জলে কুমির ডাঙ্গায় বাঘ অবস্থা।

ঝ 

  1. ঝাঁকের কই (একই দলের লোক) - পুলিশ পালের গোদাকে ধরেছে, এখন ঝাঁকের কইরা এমনিই ধরা পড়বে। 
  2. ঝাঁক বাঁধা (দল পাকানো) - মহল্লার লোকজনের মতলব ভালো মনে হচ্ছে না, ওরা চেয়ারম্যানের প্ররোচনায় ঝাঁক বাঁধছে। 
  3. ঝিকে মেরে বৌকে শেখানো (আভাসে শিক্ষা দেওয়া) - দেরিতে আসলেন করিম সাহেব, আর বড় কর্তা ধমকালেন পিয়নটাকে, এই যে দেখছি ঝিকে মেরে বৌকে শেখানো। 
  4. ঝাল ঝাড়া ( রাগ মেটানো) - স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এসে মতিন সাহেব অফিসের পিয়নের উপর ঝাল ঝাড়লেন। 
  5. ঝাঁকের কৈ ঝাঁকে মেশা ( সুযোগ পাওয়া মাত্র নিজের দলে ফেরা) - গরিবের জন্য অনেক করলাম কিন্তু তারা শেষ পর্যন্ত আমাকে তাড়া করে ঝাঁকের কৈ ঝাঁকে মিশে গেল। 
  6. ঝোঁপ ঝুকে কোপ মারা (সুযোগ বুঝে কার্য সিদ্ধি করা) - ঝোঁপ বুঝে কোপ মারতে পারলে কঠিন কাজেও সফলতা পাওয়া যায়।
  7. ট,ঠ 
  8. টই-টুম্বুর (ভরপুর) - বর্ষাকালে বাংলাদেশের সব নদী-নালা পানিতে টই-টুম্বুর হয়ে যায়। 
  9. টনক নড়া (সচেতন) - শ্রমিকরা ধর্মঘট করাতে মালিকের টনক নড়ল 
  10. টাকার গরম (ধনের অহংকার) - কালোবাজারির টাকার গরমই আলাদা। 
  11. টাকার কুমির (অত্যন্ত ধনী) - কিবরিয়া সাহেব টাকার কুমির হলেই তিনি দানশীল। 
  12. টক্কর দেওয়া (প্রতিযোগিতা করা) - যার তার সাথে টক্কর দিতে যেয়ো না পরে বিপদে পড়বে। 
  13. ঠাট বজায় রাখা (অভাব চাপা রাখা) - জমির মিয়া অভাবে পড়লেও ঠাট বজায় রেখে চলেছেন। 
  14. ঠোট কাটা (বেহায়া) - শাহিন একদম ঠোট কাটা ছেলে, প্রটিটা কথা সে মুখের উপর বলে ফেলে। 
  15. ঠুঁটো জগন্নাথ (অকর্মণ্য) - মিন্টু মিয়া একজন ঠুঁটো জগন্নাথ, তাকে দিয়ে কি আর বাড়ি পাহারার কাজ হবে। 
  16. ঠোঁট ওলটানো (গর্ব প্রকার করা) - মেয়েটির রূপের অহংকারে ঠোঁট ওলটালো, আমার প্রশ্নের কোনো উত্তরই দিলো না।

                                            ড 

  1. ডুমুরের ফুল (অদৃশ্য বস্তু) - কী হে আলম, আজকাল তোমার দেখাই তো মিলেনা, একবারে ডুমুরের ফুল হয়েছ নাকি? 
  2. ডামাডোল (গণ্ডগোল) - যুদ্ধের ডামাডোলে মুনাফাখোররা প্রচুর পয়সা কামাই করেছে। 
  3. ডানাকাটা পরী (অসাধারণ সুন্দরী) - ডানা কাটা পরী হলেই কি হবে বিপাশার বইয়ে মন বসছে না। 
  4. ডুবে ডুবে জল খাওয়া (গোপনে কাজ করা) - মিতু বাইরে বেশ ভালো কিন্তু সে ডুবে ডুবে জল খায়। 
  5. ডাক ছেড়ে কাদা (গলা ছেড়ে কাদা) - মেয়ের পরীক্ষার ফল দেখে মা ডাক ছেড়ে কাদল। ডান হাতের ব্যাপার (খাওয়া) - আগে ডান হাতের ব্যাপারটা সেরে নেই?

                                               ঢ 

  1. ঢাক ঢাক গুড় গুড় (লুকোচুরি) - যা বলব, সত্য বলব, ঢাক ঢাক গুড় গুড় করার স্বভাব আমার নেই।
  2. ঢাকের কাঠি (তোষামোদ) - তুমি তো বাপু বড় ঢাকের কাঠি, তোমাকে ভেতরের কথা কিছুই বলা যাবে না। 
  3. ঢেলে সাজানো (নতুন করে, তৈরী) - তোমার বাড়ি তৈরীর পরিকল্পনা খসড়া ঢেলে সাজাতে হবে। 
  4. ঢি ঢি পড়া (কলঙ্ক প্রচার হওয়া) - অন্যায় অবিচার হলে সমাজে ঢি ঢি পড়বেই। 
  5. ঢু মারা (খোঁজ করা) - ঢু মেরে দেখে যাও বৈঠকখানায় মুস্তফা আছে কি না 
  6. ঢাকের বাঁয়া (অকেজো) - দায়িত্ব দু জনের উপর থাকলে কি হবে মনির তো ঢাকের বাঁয়া। 
  7. ঢিমে তেতালা (কুঁড়ে) - তুমি এমন ঢিমে তেতালা যে তোমাকে কাজের দায়িত্ব দেওয়াই ঠিক হয়নি। 
  8. ঢাক পিটানো (প্রচার করা) - মিনার কাছে কোনো গোপন কথা বল না, বাইরে গিয়ে সে ঢাক পিটাবে।
  9. ঢেঁকির কুমির (অপদার্থ) - ঢেঁকির কুমিররা কখনো জীবনে উন্নতি লাভ করতে পারে না।

                           ত 

  1. তালকানা ( হুঁশ নেই যার) - তোমার মতো তালকানা ছেলের ভবিষ্যৎ অন্ধকার। 
  2. তামার বিষ (অর্থের কুপ্রভাব) - সে যে লম্বা লম্বা কথা বলে তুমি কি জানো যে তার কথার ভেতরেও রয়েছে তামার বিষ। 
  3. তাসের ঘর (ক্ষণস্থায়ী) - সংসারটা আসলেই একটা তাসের ঘর বৈ কিছু নয়। 
  4. তালপাতার সেপাই (অতিশয় দুর্বল) - তোমার মতো তালপাতাই সেপাই লড়বে কুস্তিতে, ভাবতেও হাসি পাচ্ছে। 
  5. তীর্থের কাক - সাহায্যের প্রত্যাশা - গরিব লোকেরা ভোর থেকে সাহায্যের জন্য ইউনিয়ন পরিষদে তীর্থের কাকের মতো বসে আছে। 
  6. তুলসী বনের বাঘ ( বাইরে ধর্মভাব দেখালেও ভেতরে অতি নীচ) - কপালে তিলক দিয়ে সাধু সাজলে কি হবে, আসলে হরিধন তুলসি বনের বাঘ। 
  7. তুষের আগুন (দগ্ধকারী দুঃখ) - পুত্র শোক বিধবার বুকে তুষের আগুনের মতো জ্বলছে

  1. দক্ষযজ্ঞ (প্রবল অশান্তি) - দু'সতীনের কোন্দলে জালাল সাহেবের সংসারে দক্ষযজ্ঞ কাণ্ড লেগেই থাকে।
  2. দায়সারা (অনিচ্ছুকভাবে কাজ করা) - দায়সারা কাজ করলে কি আর লাভ হয়। 
  3. দহরম মহরম (খুব ঘনিষ্ট) - আমেরিকার সাথে পূর্বে আরব বিশ্বের দেশগুলো র দহরম মহরম সম্পর্ক ছিল। 
  4. দক্ষিণ হস্তের ব্যাপার (ভোজন) - চল সকলেই দক্ষিণ হস্তের ব্যাপার সেরে নেই। 
  5. দু'কান কাটা (নির্লজ্জ) - সমাজে দু'কান কাটা লোকেরা সব কিছুই করতে পারে। 
  6. দু'টানায় পড়া (উভয় সংকট) - একই পদে আমার দুই মামা নির্বাচন করছে, কাকে যে ভোট দেব ভারী দু'টানায় পড়েছি 
  7. দাঁত ফুলোনো ( কঠিন বিষয় আয়ত্ত করা) - এমন কঠিন অংকের মধ্যে আমার দাঁত ফুলোনো অসম্ভব ব্যপার। 
  8. দু' নৌকায় পা দেওয়া (দু'টানায় পড়া) - কাকে যে ভোট দেব কিছুই স্থির করতে পারছি না, দু'নৌকায় পা দেওয়ার মতো অবস্থা 
  9. দাঁত খিচুনি ( অনর্থক ভৎসনা) - সৎ মায়ের দাঁত খিচুনির স্বভাবে বাড়ির চাকর-বাকর বিপদে আছে।
  10.  দু'চোখের বিষ (পরম শত্রু) - ভাই ও বোন পরস্পরের দু'চোখের বিষ হয়ে দাড়িয়েছে। 
  11. দু'হাতে খরচ করা (বেহিসাবি করচ করা) - সামান্য উপার্জনে দু'হাতে খরচ করলে জীবনে উন্নতি হবে না
  12.  দুধে জলে মেশা (অভিন্ন ভাব) - দাদি ও নানি একসময় ভিন্ন মুখী থাকলেও এখন তারা দুধে জলে মিশে গেছে। 
  13. দু'মুখো সাপ ( দু রকম কথা বলা) - দু'মুখ সাপকে বিশ্বাস করা উচিত নয় 
  14. দুধের মাছি (সুসময়ের বন্ধু) - হাতে টাকা থাকলে দুধের মাছির অভাব হয় না।
  15.                                           ধ                 
  16. ধরাকে সরা জ্ঞান করা (সকল্কে তুচ্ছ ভাবা) - ধনী হয়েছো বলেই ধরা সরা জ্ঞান করো না।
  17. ধরি মাছ না ছুঁই পানি (কৌশলে কার্যদ্ধার) - মনে রেখো, এই বিষয়ে মিনার ভুমিকা হবে ধরি মাছ না ছুঁই পানি।
  18. ধর্মের ষাঁড় (নিশ্চিন্ত বেকার) - তুমি তো আস্ত একটা ধর্মের ষাঁড়।
  19. ধামাধরা (তোষামোদকারী) - বড় লোকের ধামাধরার অভাব হয় না। 
  20. ধর্মের ঢাক আপনি বাজে/ধর্মের কল বাতাসে নড়ে (পাপ কখনো ঢাকা থাকে না) - মিথ্যা মামলায় নিজের ছোট ভাইকে ফাসিয়ে শেষ পর্যন্ত তাকেই জেলে যেতে হলো, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে/ধর্মের ঢাক আপনি বাজে।
  21. ধর্মপুত্র যুধিষ্ঠির (অত্যন্ত ধার্মিক) - চাকরি জীবনে ঘুষ খেয়ে এখন দেখি ধর্মপুত্র যুধিষ্ঠির।
  22. ধান ভানতে শিবের গীত (অপ্রাসাঙ্গিক কথার অবতারণা ) - যা যা জিজ্ঞেস করলাম সেগুলার উত্তর দাও, ধান ভানতে শিবের গীত গেয়ে তো লাভ নেই।
  23. ধড়িবাজ (ধূর্ত, শঠ) - ধড়িবাজ লোকদের সাথে বন্ধুত্ব করে মিজান এখন জেলখানায় বন্দী। 
  24. ধানাই-পানাই ( নানান অপ্রাসঙ্গিক যুক্তি) - এখন ফেঁসে গিয়ে ধানাই পানাই শুরু করেছে
  25. ধকল সওয়া (সহ্য করা) - তুমি যাই বলো না কেন, এতো বড় বয়সে এসে আমার পক্ষে আর এই ধকল সওয়া সম্ভব নয়।

                                      ন 

  1. নয়-ছয় (অপচয়) - তিনি বাড়ি বিক্রির টাকাগুলো এভাবে নয়-ছয় করে ফেললেন
  2. ননীর পুতুল (কোমল দেহ) - আহা! বাছাধনের রোদের আচঁ সয় না, যেন ননীর পুতুল
  3. নাম ডুবানো (গৌরব বিসর্জন দেওয়া) - আমি জানি যে তুমি আর যাই করো না কেন তোমার কাজ কখনো আমাদের বাড়ির নাম ডুবানোর নয়
  4. নেকনজরে পড়া (সুনজরে পড়া) - শফিকের কর্মদক্ষতা বড় সাহেবের নেকনজরে পড়েছে।    
  5. নাকে তেল দিয়ে ঘুমানো (নিশ্চিত থাকা) - ঘরে চাল-ডাল কিছুই নেই আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছো
  6. নাক সিটকানো (অবজ্ঞা করা) - নিঃস্ব-অসহায়দের প্রতি অনেকেরই নাক সিটকানোর অভ্যাস থাকে
  7. নকড়া ছকড়া করা (হেলা ফেলা করা) - সস্তায় কিনা বলে মাছ গুলোকে নকড়া ছকড়া করো না।
  8. নাড়ির টান (গভীর মমত্ব) - বিদেশে থাকলেও নিজের দেশের প্রতি নাড়ির টান তো থাকবেই
  9. নাড়ি নক্ষত্র ( আগা গোড়া সমস্ত খবর) - আমার থেকে কিভাবে ওই বেশি জানে? কারন আমি তার নাড়ি নক্ষত্র সবটাই জানি। 
  10. নীলবর্ণ শৃগাল (ছদ্মবেশী লোক) - তার মতো নীলবর্ণ শৃগাল আর একটাও হয় না
  11. নুন আনতে পান্তা ফুরায় ( অত্যন্ত দরিদ্রের মধ্যে থাকা) - হান্না মিয়ার রোজদারে তার নুন আনতে পান্তা ফুরায়। 
  12. নিমক হারাম (অকৃতজ্ঞ) - খায়ও আমার পরেও আমার আবার আমার নামেরই গুজব ছড়াও, নিমক হারাম যে কাকে বলে তা আমার চেনার আর অপেক্ষা থাকে না
  13. নজর লাগা (দৃষ্টিতে নষ্ট হওয়া) - নজর নাগার কারণেই ছেলেটা শুকিয়ে যাচ্ছে।
  14. নিমরাজি (অল্প রাজি)  - আমার আর কিছুই চাই না গো, আমি নিম রাজিতেই খুশি।
  15.  নেই আঁকড়া (একগুঁয়ে) - নেই আঁকড়া ছেলে আমি আর একটাও দেখিনি 

                                       প

  1. পালের গোদা (দলপতি) - শেষ পর্যন্ত র‍্যাবেরা পালের গোদাকেই ধরলো
  2. পটল তোলা (মারা যাওয়া) - ডাকাতটি রোগে বহুদিন যাবৎ পঙ্গু হয়েই ছিলো কালকে পটল তুলল
  3. পরের ধনে পোদ্দারি (অন্যের অর্থ যথেচ্ছ ব্যবহার) -  এটি ভুলো না যে তুমিও পরের ধনে পোদ্দারি করেই দিন কাটাচ্ছো
  4. পায়াভারী (অহংকার) - রতনের পদন্নোতির পায়াভারীতে আশ-পাশে যেন কেও টিকতেই পারছে না পাকা ধানের মই দেওয়া (বিপুল ক্ষতি করা) - কি ক্ষতি করেছিলামা আমি তোমার, যে তুমি আমায় পাকা ধানের মই দিলে? 
  5. পগার পার (পলায়ন করা) - পুলিশের চোখে ধুলো দিয়ে আসামি জেলখানা থেকে পগার পার হয়েছে।
  6. পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা (পরের উপর কার্যসিদ্ধি করা) - মামুনের পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার স্বভাব এখনো আছে।
  7. পঞ্চমুখ হওয়া ( অতিশয় প্রশংসা করা) - ছোট ছেলেটার কর্মদক্ষতা দেখে সবাই তার সুখ্যাতিতে পঞ্চমুখ হলেন 
  8. পথে বসা (নিঃস্ব হওয়া) - বাড়ি বেচার টাকাগুলো নিয়ে ঢিলেমি করায় নিজাম সাহেবর এখন পথে বসার অবস্থা। 
  9. পান থেকে চুন খসা (সামান্য ত্রুটি-বিচ্যুতি হওয়া) - পান থেকে চুন খসলেই বাড়ির কর্তা মেয়েটিকে প্রচুর মারধোর করে। 
  10. পথে আসা (সংশোধন হওয়া) - সরকার আরো শক্ত হওয়ায় অনেক মাদকাসক্তরাই পথে এসেছে। 
  11. পুকুর চুরি (বড় ধরনের চুরি) - অধিকাংশ সরকারি কর্মকর্তারাই ভালো কাজের নামে পুকুর চুরি করে। 
  12. পুঁটি মাছের প্রাণ (ক্ষুদ্রপ্রাণ ব্যক্তি) - পুঁটি মাছের প্রাণ না হলে এতো বড় মহৎ কাজে এক টাকাই দেবে কেন 
  13. পোয়াবারো (অতিরিক্ত সুবিধা) - দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে গরিবের সর্বনাশ আর ফড়িয়া, দালাল, মহাজনদের পোয়াবারো

  1. ফোড়ন দেওয়া (টিপ্পনী কাটা) - কথায় কথায় ফোড়ন দিলে অফিসে কাজ করব কিভাবে 
  2. ফুলবাবু (সৌখিন সাজ-সজ্জাকারী) - শুধু ফুলবাবু হয়ে ঘুরলেই তো আর নয় 
  3. ফপর দালালি (অনাবশ্যক মাতাব্বরি) - তোমার মতো ফপর দালালি করে আমার জীবন চালানোর শখ আমার নেই ভাই 
  4. ফাঁদে পা দেওয়া (ষড়যন্ত্রে পড়া) - বুঝে শুনে কাজ না করা মানেই যেকোনো ফাঁদে পা দেওয়া। 
  5. ফেঁপে ওঠা (বিত্তশালী হওয়া) - ব্যবসায় নেমে অল্প দিনেই জহির মিয়া ফেঁপে উঠলো 
  6. ফ্যা ফ্যা করা (অনর্থক ঘোরা - সারাদিন ফ্যা ফ্যা করে ঘোরার মানে কি? 
  7. ফতুর হওয়া ( নিঃস্ব) - এই একটা ভুলের জন্য এতো ভালো একজন লোক নিমেষেই ফতুর হলেন 
  8. ফুটো পয়সার লড়াই (সামান্য বিষয় নিয়েই বিবাদ) - ফুটো পয়সার বিবাদ নিয়েই থানা পুলিশের কি দরকার? 
  9. ফুলের আঘাত (সামান্য দুঃখ কষ্ট)- পিতামাতা বেচেঁ না থাকলেও মেয়েটির গায়ে ফুলে আঘাতও পড়েনি 
  10. ফাঁকা আওয়াজ(অন্তঃসারশূন্য বক্তব্য) - আজকালকার নেতাদের বক্তব্যে গঠনমূলক কিছু নেই যেন সবাই ফাঁকা আওয়াজ । 
  1. বক ধার্মিক (কপট ব্যক্তি) - এ সংসারে বক ধার্মিকের অভাব নেই।
  2. বসন্তের কোকিল (সুসময়ের বন্ধু) - টাকা থাকলে বসন্তের কোকিলের অভাব হয় না। 
  3. ব্যাঙের সর্দি (অসম্ভব ব্যাপার) - যেই ছেলে নাকি ৭বছর জেল খেটে আসে তার পক্ষে এই একই কাজ করা কি আর ব্যাঙের সর্দির মতো 
  4. ব্যাঙের আধুলি (যৎসামান্য সঞ্চয়) - তোমার বেত্ন তো কোটি টাকার সমান তাহলে তোমার এতো ব্যাঙের আধূলি কিসের?
  5. বালির বাঁধ (অস্থায়ী বস্তু)- মানুষের জীবন বালির বাঁধের মতো এ নিয়ে গর্ব করা নিরর্থক। 
  6. বাঘের দুধ / চোখ (দুঃসাধ্য বস্তু) - টাকায় বাঘের চোখ/দুধ মেলে 
  7. বুদ্ধির ঢেঁকি (নিরেট মুর্খ)- সিয়ামের মতো বুদ্ধির ঢেঁকিকে দিয়ে এই কাজ হবে না 
  8. বিড়ালের আড়াই পা (বেহায়াপনা) - রাকিবের বিড়ালের আড়াই পা দেখে গা জ্বালা করছে
  9. বানরের গলায় মুক্তাহার (অপাত্রে ভালো জিনিস) - চালচুলোহীন বরের ভাগ্যে সুন্দরী বউ, এ যেন বানরের গলায় মুক্তাহার 
  10. বেগার খাট (অনিচ্ছায় কাজ করা)- এ সংসারে বিনা পয়সার আমি আর বেগার খাটতে রাজি নই 
  11. বাঘের মাসি ( নির্ভীক) - সর্বদা বাঘের মাসীর মতো সত্য কথা বলবে 
  12. বিষ নয়নে পড়া (বিরাগভাজন হওয়া) - অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বাবা এখন ছেলের বিষ নয়নে পড়েছে 
  13. বিষ ভাঙা দাঁত (অনিষ্ট করার শক্তি নষ্ট করা) - গ্রামের সন্ত্রাসীদের একসাথে জেলে ঢুকিয়ে ওদের বিষ দাঁত ভাঙতে হবে 
  14. বিষ ঝাড়া (কঠোর শাস্তি দিয়ে সংশোধন করা) - আজ ওই আসুক ঘরে, ওর বিষ ঝেড়ে দিচ্ছি 
  15. বজ্র আঁটুনি ফসকা গেরো ( সহজে খুলে যায় এমন) - পুলিশ হাত থেকে কথা ভাবে চোর পালায় এতো দেখি বজ্র আঁটুনি ফসকা গেরো 
  16. বাঁ হাতের ব্যাপার (ঘুষ নেওয়া)- আজকাল অফিসে বাঁ হাতের ব্যাপার না হলে কোনো কাজই নাকি করা যায় না 
  17. বিসমিল্লায় গলদ (শুরুতেই ভুল)- বিসমিল্লায় গলদ থাকলে কি আর পুরো কাজ ঠিকভাবে হয়
  18. বিনা মেঘে বজ্রপাত (আকস্মিক বিপদ) - পুত্রের মৃত্যুর সংবাদ বাবার কাছে যেন বিনা মেঘে বজ্রপাত।
  19. বুকের পাটা (সাহস) - সত্যের জন্য প্রাণ দিতে পারে এমন বুকের পাটা কজনের আছে?

  1. ভূতের ব্যাগার (অযথা শ্রম) - সারা জীবন ধরে ভুতের ব্যাগার খাটলাম
  2. ভিজে বিড়াল (নিরীহ ব্যক্তি) - বাইরে থেকে তাকে দেখতে ভিজে বিড়াল মনে হয়
  3.  ভরাডুবি (সর্বনাশ) - ব্যবসায় একবার মরাডুবি হলে সেটি পুষিয়ে ওঠা মুশকিল
  4. ভস্মে ঘি ঢালা ( অপাত্রে দান করা) - বখাটে ছেলেকে মানুষ করার চেষ্টা মানে ভস্মে ঘি ঢালা
  5. ভূতের মুখে রাম নাম (নিজের স্বভাব বিরুদ্ধে কথা বলা) - সারা জীবন ঘুষ খেয়ে এখন অন্যকে সদুউপদেশ দিচ্ছে , এ যেন ভূতের মুখে রাম নাম
  6. ভূঁইফোড় ( নতুন) - এখন আর ভূঁইফোড় নেতাদের অভাব হয় না
  7. ভিটায় ঘুঘু চরানো (সর্বনাশ) - মজিদ সাহেব ভোটে ফেল করে কদম আলীর ভিটায় ঘুঘু চরালেন
  8. ভন্ড তপস্বী ( কপট সাধু) - আজাদ সাহেব একজন ভন্ড তপস্বী
  9. ভানুমতির খেল ( জাদুবিদ্যা) - তুমি কি ভানুমতির খেল জানো
  10. ভূশণ্ডির কাক (দীর্ঘজীবী) - পরিবারের সকল সদস্য মারা গেলেও সে ভূশণ্ডির কাকের মতন বেঁচে আছে

  1. মগের মুল্লুক (অরাজকতা) - এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা খুশি তাই করবা?
  2. মাটির মানুষ (সরল ব্যক্তি) - মাটির মানুষ রহিম সাহের সবার প্রতি ভালো ব্যবহার করে।.
  3. মাথার মণি (পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি) - আমাদের অধ্যক্ষ সাহেব সবার মাথার মণি 
  4. মাথা খাওয়া (বিগরিয়ে দেওয়া) - ছেলেটাকে প্রশ্রয় দিয়ে তার মাথা খেয়েছ 
  5. মিছরির ছুরি (গরল) - ওর কথাগুলো আমার কানে মিছরির ছুরির মতো এসে বিঁধল 
  6. মামারবাড়ির আবদার (অযোক্তিক দাবি) - এটা কি মামার বাড়ির আবদার পেয়েছো যে যা চাইবে, তাই পাবে 
  7. মুখ রাখা (মান রাখা) - এবারের পরীক্ষায় একটু ভালো করে রায় বাড়ির মুখ রাখিস রে বাবা! 
  8. মুখ তুলে চাওয়া (প্রসন্ন হওয়া) - এতো দিনে ভাগ্য তার দিকে মুখ তুলে চাইলো 
  9. মানিক জোড় (পরম বন্ধুত্ব) - কোলি আর মোলির মধ্য মানিক জোড় সম্পর্ক 
  10. মাথা কাটা যাওয়া (অপমানিত হওয়া) - ছেলের ভুলের জন্য ওর বাবার মাথা কাটা গেলো 
  11. মুখে চুনকালি দেওয়া (কলঙ্ক দেওয়া) - চরিত্রহীন ছেলেটা বংশের মুখে চুনকালি দিয়েই ছারল
  12. মাকার ফল (অন্তঃসারশূন্য) - আসাদ বাইরে কেতা দুঃস্থ বটে কিন্তু ভেতরে সে মাকার ফল 
  13. মড়ার উপর খাড়ার ঘা (দুর্বলের উপর অত্যাচার) - বস্তিদেরকে উচ্ছেদ করা মানে মড়ার উপর খাঁড়ার ঘা
  14. মুখে ফুলে চন্দন পড়া (সুসংবাদে ধন্যবাদ) - মিতু বলেছে আমি 'এ প্লাস' পাব, তার মুখে ফুল চন্দন পড়ুক
  15. মনে লাগা (পছন্দ হওয়া) - ত্বকের যত্নে ডাক্তারের উপদেশ আমার বেশ মনে লেগেছে 
  16. মাথার দিব্যি (শপথ নেওয়া)- তোমায় আমার মাথার দিব্যি তুমি খারাপ ছেলেদের সাথে মিশবে না 
  17. মাথায় ওঠা (অবাধ্য হওয়া) - অতি আদরেই এই ছেলে মাথায় ওঠে গেছে। 
  18. মাথা হেট করা (অপমানে নিচু হয়ে চলা) - ওই ছেলেটার কারনে তার বাবাকে সমাজে মাথা হেট করে চলতে হচ্ছে। 
  19. মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ( সীমাবদ্ধ ক্ষমতা) - আমি জানি বশির আমার বিরুদ্ধে কিছুই করতে পারবে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই 
  20. মুখে মধু অন্তরে বিষ (বাইরে বন্ধুত্ব ভেতরে শত্রুতা) - ওর সাথে মেশার ইচ্ছা আর আমার নেই, ওর মুখে মধু অন্তরে বিষ 
  21. মোমের পুতুল ( শ্রমকাতর)-মেয়েটি একদম একটি অভিজাত পরিবারের মেয়ে, এমন মোমের পুতুল সে এতো ভারী কাজ কিভাবে করবে 
  22. মেঘ না চাইতেই জল (আশার অতিরিক্ত লাভ) - আমিও তো যেতেই চেয়েছিলাম, এতো দেখি মেঘ না চাইতেই জল

  1. যক্ষের ধন (কৃপণ কড়ি) - যক্ষের ধনের মতো রহিমতার টাকাকড়ি আগলে রেখেছে 
  2. যম যন্ত্রনা (মৃত্যুর যন্ত্রণা) - পিতামাতার নিরুদ্দেশে মেয়েটি যেন যম যন্ত্রনা ভোগ করছে 
  3. যমের দোসর (নিষ্ঠুর ব্যাক্তি) - কৃষকের উপর যেম্ন অত্যাচার চালিয়েছে, নীলকর সাহেবেরা আসলেই যমের দোসর 
  4. যার জ্বালা সেই বুঝে (কেবল ভুক্তভোগীরাই দুঃখ বুঝে) - তোমার তো আর কিছু যায়নি তাই তোমার তো আনন্দ লাগবেই, যার জ্বালা সেই বুঝে 
  5. যো হুকুমের দল (চাটুকারের দল) - যো হুকুমের দল সালাম সাহেবকে যা বুঝিয়েছে, তিনিও তাই বুঝেছেন। 
  6. যত গর্জে ততো বর্ষে না (আড়ম্বরের অনুপাতের ফল সামান্য) - আমি তো তখনই বুঝেছিলাম যত গর্জে ততো বর্ষে না, 
  7. যমের অরুচি (কুৎসিত ব্যক্তি) - মরণ তার হয় না, একেবারে যমের অরুচি

র 

  1. রাশভারি (গম্ভীর প্রকৃতির) - অফিসের বড় সাহেব খুব রাশভারি লোক 
  2. রাজা উজির মারা (লম্বা লম্বা কথা বলা) - কাজের কাজ তো কিছুই করে না, শুধু রাজার উজির মারতে পারে 
  3. রাহুর দশা (দুঃসময়) - ভয়াবহ বন্যায় এখন দেশব্যাপী রাহুর দশা চলছে 
  4. রাতকে দিন করা (অসম্ভবকে সম্ভব করা) - রাকিব যেমন ছেলে, ওই কিন্তু রাতকে দিন করতে পারে 
  5. রগ চটা (বদরাগী) - আমাদের কর্তা ভালো মানুষ বটে কিন্তু অত্যন্ত রগচটা মানুষ, কোনো ভুল তার সহ্য হয় না 
  6. রক্তের টান (সম্পর্কের টান) - প্রত্যেক মানুষেরই তার আপনজনের জন্য রক্তের টান তো থাকবেই 
  7. রাঘব বোয়াল (ক্ষমতাবান অসৎ ব্যক্তি) - সাহায্যের আশায় ওই রাঘব বোয়ালের কাছে যেয়ো না যেন।
  8. রাবণের চিতা (চির অশান্তি) - রাবণের চিতা সম জ্বলিছে হৃদয় 
  9. রুই কাতলা (বড় বড় লোক) - রুই কাতলার দলে গরিবের কোনো স্থান নেই 


                                     ল 

  1. লালবাতি জ্বালানো( ধ্বংস হওয়া) -কারখানাটিতে লালবাতি জ্বালানোর জন্য অনেকেই এখন বেকার হলো
  2. লম্বা দেওয়া(পালিয়ে আত্ম রক্ষা করা) - পুলিশকে দেখা মাত্রই চোরটি লম্বা দিলো 
  3. লাটে ওঠা (সর্বনাশ হওয়া) - বেশি আদরেই লাটে উঠেছে এই ছেলে 
  4. লাই দেওয়া (আদর/প্রশয় দেওয়া) - বেশি লাই দিয়ে তুমিই ছেলেটাকে মাথায় তুলেছো, এবার কর ফল ভোগ 
  5. লেজ গুটানো (পিছিয়ে যাওয়া) - জনগণ ঐক্যবদ্ধ হওয়ায় জঙ্গিরা এখন লাটে উঠেছে 
  6. লেজ কাটা (নির্লজ্জ, বেহায়া) - মিনা লেজ কাটা বলেই সে এমন কাজ করেছে লাজের 
  7. মাথা খাওয়া (নির্লজ্জ হওয়া) - তুমি লাজের মাথা খেয়েছো বলেই ঘরের কথা পরের কাছে বলতে পার
  8. লঙ্কাকাণ্ড (সামান্য বিষয়ে বিরাট ঝামেলা পাকানো) - সভায় সামনে বসা নিয়ে জালাম ও কামাল সাহেবের মধ্যে লঙ্কাকাণ্ড বেধে গেলো 
  9. লেজে পা পড়া ( স্বার্থে আঘাত লাগা) - লেজে পা পড়াও পর আমি দু'দিনো স্থায়ী হয়নি

শ,ষ 

  1. শাকুনি মামা (কুপরামর্শদাতা) - শাকুনি মামার সাথে সম্পর্ক রাখতে নেই 
  2. শাপের বর (অমঙ্গল থেকে মঙ্গল) - বেসরকারি চাকরি থেকে সরকারি চাকরি, এতো দেখি শাপের বর
  3. শঁখেত করাত (উভয় সংকট) - বড় সাহেবের কাছে হ্যাঁ বললেও বিপদ না বললেও বিপদ, ঠিক যেন শাঁখের করাত শাক দিয়ে মাছ ঢাকা (নিন্দনীয় কাজ গোপন করার চেষ্টা) - এতো দিন ধরে বাবা-ছেলে তো মিথ্যাই বলতেন কিন্তু আজ সব কাজই ধরা পড়ে গেছে, শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় 
  4. শনির দৃষ্টি (কু দৃষ্টি) - শনির দৃষ্টি পড়েছে বলেই পাল রামের সব গরুই মারা গেলো 
  5. শ্রীঘর (জেলখানা)- চুরি করতে ফিয়ে মনির এখন শ্রীঘরে 
  6. শিবরাত্রির সলতে (একমাত্র সন্তান) - মিনা তার মা-বাবার শিবরাত্রির সলতে 
  7. শরতের শিশির (সুসময়ের বন্ধু)- আগে যখন জামাল মিয়ার হাতে অঢল টাকা ছিলো তখন তো তার আশে পাশে শুধু শরতের শিশিরের ভিড় লেগেই থাকত। 
  8. শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ) - আগামীকাল থেকে আমার পরীক্ষা, আমার এখন শিরে সংক্রান্তি 
  9. শিকায় ওঠা (স্থগিত) - এবার বাড়ির কাজ শিকায় উঠবে 
  10. ষোলকাল (পুরাপুরি)- ছেলেমেয়ে লেখাপড়া শিখে মানুষ হওয়ায় মুজিব সাহেবের আকাঙ্ক্ষা ষোলকলায় পুর্ণ হলো 
  11. ষাটের কোলে (অধিক বয়স) - খোরশেদ আলম ষাটের কোলে পা দিয়েছে অথচ এখনো রঙ্গরস ত্যাগ করেনি 
  12. ষোল আনা (পুরাপুরি) - সে তো সারা বছর না পড়ে ষোল আনাই ভুল করেছে।
স 
  1. সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক) - তোমাদের পারিবারিক কলহে আমার সাক্ষী গোপাল হওয়া ছাড়া কোনো উপায় নেই। 
  2. সাপে নেউলে (শত্রুভাব)- সামান্য ভুল বুঝাবুঝি তে দুই ভাইয়ে এখন সাপে নেউলে সম্পর্ক। 
  3. সাত খুন মাফ (গুরুতর অপরাধও অব্যাহতি) - তুহিনের চাচা মন্ত্রি তার সাত খুনও মাফ 
  4. সর্ষে ফুল দেখা (অন্ধকার দেখা)- জমাজমি হারিয়ে মৃধা এখন সর্ষে ফুল দেখছে 
  5. সাতেও নেই পাঁচেও নেই ( নির্লিপ্ত) - মিনার মতো মেয়ে এখন খুজে পাওয়া ভার, সে সাতেও নেই পাঁচেও নেই 
  6. সস্তার তিন অবস্থা ( কম দামের জিনিস প্রায়ই খারাপ হয়) - সস্তায় কেনা শাড়িটির দুই দিনেই রঙ খারাপ হয়ে গেল, একেই তো বলে সস্তার তিন অবস্থা 
  7. সাত পাঁচ ভাবা (নানা চিন্তা করা)- এখন আর সাত পাঁচ ভেবে লাভ নেই, কথা যখন দিয়েছ এখন তা করতেই হবে 
  8. স্বর্গ হাতা পাওয়া (অপ্রত্যাশিতভাবে দুর্লভ জিনিস লাভ করা) - কুইজ প্রতিযোগিতায় জিতে আসাদ বাংলাদেশ টু কানাডার টিকিট পেয়েছে, একেই পেয়েছে স্বর্গ হাতে পাওয়া 
  9. স্বর্গে তোলা (অত্যাধিক প্রশংসা করা) - আমি অনর্থক কাওকে স্বর্গে তুলতে চাই না। 
  10. সবুরে মেওয়া ফলে (ধৈর্যলব্ধ সুফল) - এতো অধৈয্য হলে কি আর হবে, তুমি তো জানোই 
  11. সবুরে মেওয়া ফলে সাত সতেরো (আবোল তাবোল) - এই সাত সতেরো না ভেবে কাজটি জলদি করে ফেল 
  12. সাপের পাঁচ পা দেখা (অহংকারী) - নিজাম সাহেবের দেখি অঢল টাকা পয়সার জন্য সাপের পাঁচ পা দেখতে শুরু করেছে 
  13. সোনায় সোহাগ (অপূর্ব সংযোগ) - রুপে গুণে উভয়ের মিলনে যেন সোনায় সোহাগ 
  14. সুখের পায়রা (সুসময়ের বন্ধু) - ভালো দিন না থাকলেই বুঝা যায় কে সুখের পায়র
                                            হ
  1. হাতটান(চুরির অভ্যাস)- সবুজের হাতটান অভ্যাস এখনো যায়নি 
  2. হাড় -হাভাতে (হতদরিদ্র) - তোমার এই হাড়-হাভাতে অবস্থার জন্য তুমি নিজেই দায়ী 
  3. হীরের টুকরো (অতি মূল্যবান) - মজিব সাহেবের ছেলেগুলো এক একটি হীরের টুকরো, লেখা পড়ায় সবাই ভালো 
  4. হ য ব র ল (বিশৃঙ্খলা) - পড়ার টেবিলের যে একদম হ য ব র ল অবস্থা! 
  5. হাঁটুর বয়স (নিতান্ত শিশু) - সমান সমান না হলে হাঁটুর বয়সিদের সাথে কি খেলা জমে? 
  6. হাটে হাঁড়ি ভাঙা (গোপন প্রচার করা ) - ঘুষের টাকা না দেওয়ায় সহকর্মী হাটে হাঁড়ি ভেঙে দিল 
  7. হাড়ে হাড়ে (সম্পূর্ণরুপে) - লেখাপড়া না করলে ফলটা হাড়ে হাড়ে টের পাবে বৎস! 
  8. হাতুড়ে বদ্যি (আনাড়ি চিকিৎসক) - হাতুড়ে বদ্যির হাতে পড়ে রোগীর যায় যায় অবস্থা 
  9. হাতে কলমে (বাস্তব শিক্ষা বা প্রত্যক্ষ অভিজ্ঞতা) - হাতে কলমে না কাজ শিখলে কি আর আসলেই কাজ শিখা যায় 
  10. হাতে খড়ি (শিক্ষার সূত্রপাত) - মায়ের হাতের সাধারণত মেয়েদের রান্নার হাতে খড়ি হয় 
  11. হাতে নাতে ধরা (অপরাধ করার সময় ধরা) - শেষ পর্যন্ত, চোরটি হাতে নাতে ধরা পড়লো 
  12. হাতে না মেরে ভাতে মারা (পরোক্ষ শাস্তি দেওয়া) - সামান্য অপরাধে কর্তৃপক্ষ তার চাকরি খেল, একেই বলে হাতে না মেরে ভাতে মারা 
  13. হালে পানি পাওয়া (সুবিধা করা) - ব্যবসায় প্রচুর কষ্টই করলাম কিন্তু হাতে পানি পেলাম না


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url