সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ - সাইয়েদুল ইস্তেগফার ছবি
নিজেদের গুনাহ এবং পাপ মুক্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা এবং অনুতপ্ত হওয়ার মাধ্যম হল তওবা বা ইস্তেগফার করা আর ইস্তেগফার এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়েদুল ইস্তেগফার। এই ইস্তেগফারের মাধ্যমে পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইলে আশা করা যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকে আপনাদেরকে জানাবো মর্যাদাপূর্ণসাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ এবং শেয়ার করবো সাইয়েদুল ইস্তেগফার ছবি।
এই পোষ্টের মাধ্যমে মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ জানতে পারার পাশাপাশি আপনারা আরো জানতে পারবেন সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত ,সাইয়েদুল ইস্তেগফার পড়ার নিয়ম এবং পেয়ে যাবেন সাইয়েদুল ইস্তেগফার ছবি। আপনারা যারা সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত জানতে চান এবং সাইয়েদুল ইস্তেগফার ছবি পেতে চান তারা এবং যারা সাইয়েদুল ইস্তেগফার আরবি , এই ইস্তেগফারের অর্থ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই পোস্টটি সম্পন্ন মনোযোগ দিয়ে পড়ুন এবং এই মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি সম্পর্কে জেনে নিন।
সূচিপত্রঃ সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ - সাইয়েদুল ইস্তেগফার ছবি
- সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত
- সাইয়েদুল ইস্তেগফার আরবি
- সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ
- সাইয়েদুল ইস্তেগফার অর্থ
- সাইয়েদুল ইস্তেগফার ছবি
- সাইয়েদুল ইস্তেগফার পড়ার নিয়ম
সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত
আপনারা নিশ্চয় জেনে থাকবেন সাইয়েদুল ইস্তেগফার খুবই মর্যাদাপূর্ণ একটি ইস্তেগফার এবং দোয়া।সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত অনেক বেশি। নবীজি (স.) নিজে এই সাইয়েদুল ইস্তেগফার পাঠ করতেন এবং অন্যদেরকে এই ইস্তেগফার পাঠ করার তাগিদ দিয়েছেন।সাইয়েদুল ইস্তেগফারকে শ্রেষ্ঠ সাইয়েদুল ইস্তেগফারও বলা হয়।সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত এতবেশি যে , মুহাম্মদ (সা.) বলেছেন -কেউ যদি এই ইস্তেগফার পাঠ করে সেই দিন বা সেই রাতে মারা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতবাসি হবে।
নবীজি সাইয়েদুল ইস্তেগফার পাঠের ব্যাপারে বলেছেন- প্রতিদিন অন্ততপক্ষে একবার এই
ইস্তেগফার পাঠ করতে , যদি তা না পারা যায় তাহলে সপ্তাহে একবার পাঠ করতে , এটিও
সম্ভব না হলে মাসে অথবা বছরে একবার পাঠ করতে তাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে
অন্তত পক্ষে একবার হলেও এই এস্তেগফার পাঠের তাগীদ দিয়েছেন। আর এর মাধ্যমেই
সাইদুল ইস্তেগফার পাঠের ফজিলত কতটা সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।
আরো পড়ুনঃ তায়াম্মুমের ফরয এবং তায়াম্মুমের নিয়ম
বেশি বেশি সাইদুল ইস্তেগফার পাঠ করা খুবই উত্তম , এই ইস্তেগফার বা দোয়ার বদলতি আল্লাহপাক পূর্ববর্তী গুনাহ সমূহ মাফ করে দেন বলেও হাদিস থেকে জানতে পারা যায়।সায়েদুল ইস্তেগফার বেশি বেশি পাঠের বরকতে আল্লাহ পাক যেকোনো মনোকষ্ট , দুশ্চিন্তা , হতাশা দূর করে দেন।যাদের বিয়ে বা সন্তান হচ্ছেনা তারা যদি বিশ্বাসের সাথে বেশি এই ইস্তেগফার পড়তে থাকে তাহলে , তাড়াতারি আল্লাহর রহমতে সুফল পাবে ইনশাআল্লাহ। অভাব অনটন এবং দারিদ্রতা মুক্তির জন্য বেশি বেশি এই ইস্তেগফার পাঠ করা যায়
সাইয়েদুল ইস্তেগফার আরবি
সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ
এমন অনেক মানুষ আছে যারা ভালোভাবে বা শুদ্ধরুপে আরবি পড়তে পারেন না ,তারা অনেকেই সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ জানতে চান।আবার অনেকে আছে যাদের আরবি পড়তে একটু সমস্যা বা সময় লাগে তারাও অনেক সময় ব্যস্ততার কারনে সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ জানতে চান ।যারা সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ জানতে চান তাদের জন্য নিচে সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ তুলে ধরা হলো,
নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url