আলস্য এক ভয়ানক ব্যাধি ভাবসম্প্রসারণ
আলস্য এক ভয়ানক ব্যাধি - ভাবসম্প্রসারণ
কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। মূলত মানুষের কর্মের প্রধান অন্তরায় হলো আলস্য। তাই অলস ব্যক্তিরা কোন কালই উন্নতি করতে পারে না। অস্থি-চর্মের সমন্বয়ে তৈরি মানবদেহে বিভিন্ন ব্যাধি থাকলেও আলস্য মানুষের সবচেয়ে বড় ব্যাধি। যেসব মানুষ অলস ও কুঁড়ে স্বভাবের তারা কোন কাজই সমাপ্ত করতে পারে না। তাই অসম্পূর্ণ কোন কাজ পুরোটাই নষ্ট হয়ে যায়। অনেকে আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখে দেয়। ফলে ওই কাজের প্রতি তার একনিষ্ঠতা বা স্পৃহা কমে যায়। হয়তো বা আগামী দিন উপস্থিত হলে আরো এক নতুন আগামী দিনের কথা চিন্তা করে। ফলে তার সে কাজ আর সম্পন্ন হয় না। তাই আগামীকাল বলে কোন কথা নেই। আলস্য ত্যাগ করে ধৈর্য ও একনিষ্ঠতার মাধ্যমে আজই কাজটা করে ফেলতে হবে, এটাই আসল কথা। তাছাড়া কাজের মধ্যে থাকতে পারে স্বাস্থ্য ও মন ভালো থাকে। অকাজ-কুকাজ ও খারাপ অভ্যাসগুলো মনের মধ্যে উঁকি দিতে সাহস পায় না। শুধু মানুষ নয় এমন কিছু কীটপতঙ্গ রয়েছে যাদের কর্মময় জীবন অনুসরণযোগ্য। পিঁপড়া ও মৌমাছিসহ আরো কতগুলো প্রাণী সারা দিনই কর্মে ব্যস্ত থাকে। তাই আলস্যকে পরিহার করে আমাদের যথাসময়ে যথা কাজ সম্পন্ন করা উচিত।
আলস্য এক ভয়ানক ব্যাধি - ভাবসম্প্রসারণ
অলসতা বা কর্মবিমুখতা মানুষের আত্মশক্তিকে বিনাশ করে দেয়। ফলে সেই ব্যক্তির সকল কাজে অনীহা দেখা দেয় এবং একসময় সে শারিরীক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়ে।পরিশ্রম ছাড়া কোনো জাতির উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। তাই অলস্য ক্যান্সারের জীবণুর চেয়েও ধ্বংসাত্মক। এটি মানুষের অস্থিমজ্জায় মিশে মানুষকে চিরতরে পঙ্গু করে দেয়। ফলে অসলদের নিয়ে কোন সামজই প্রত্যাশিত স্থানে পৌঁছাতে পারেনা। অলসতা মানুষের মধ্যে তীব্রভাবে জন্ম দেয় হীনম্মন্যতার, কুসংস্কারাচ্ছন্নতার, আরো জন্ম দিতে পারে অত্যাধিক অবাস্তব কল্পনা-প্রিয়তা যার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না। কথায় আছে "অলস মস্তিষ্ক শয়তানের কারখানা"। অলসতা দিন দিন সমস্ত সৃজনশীল শক্তি চুষে খেয়ে ফেলে ; মানুষের দেহ ও মনে জড়তার সৃষ্টি করে। ফলে অলস ব্যাক্তি চিন্তা-চেতনা, বিভিন্ন কুকর্ম ও কুচিন্তার উদয় ঘটে। অনেক সময় অলস ব্যক্তির সঙ্গ পেয়ে অনেক কর্মঠ মানুষও অলস হয়ে উঠে। ফলে যে মানুষ পৃথিবীতে এত সম্ভাবনাময় তাকেও বোঝায় পরিণত হতে হয়। একসময় হয়তো তাকে আবার হাত বাড়াতে হয় ভিক্ষার জন্য। অলস ব্যক্তি একটি পরিবার, সমাজ ও গোটা জাতির জন্য বোঝাস্বরূপ। সীমাহীন নেতিবাচকতায় পরিপূর্ণ এ অলসতা। কাজেই, এটা মানব জীবনের এক ভয়াবহ পীড়া। অত্যাধিক ভোগ বিলাস আর অলসতায় অনেক মানুষ তার অস্তিত্বকে বিপন্ন করছে, পৃথিবীতে এ নজিরও বিরল নয়। সুতরাং, এটা নিশ্চিত যে কোন দেশ-জাতির আর্থনৈতিক উন্নয়নে, সাংস্কৃতিক বিকাশে আলস্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়, তাই আদর্শ পরিহার করে শ্রমের সাধনা সকলের করা উচিত।
নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url