surah hashr last 3 ayat bangla - সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ার নিয়ম
সূরা আল হাশর হল ,পবিত্র গ্রন্থ আল-কুরআনের ৫৯ তম সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়। সূরা হাশরের শেষের তিন আয়াত তেলাওয়াতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি তাই আজকে আপনাদেরকে সূরা হাশরের শেষ তিন আয়াত বাংলা অর্থসহ উচ্চারণ , এবং এই তিন আয়াত তেলাওয়াত করার নিয়ম জানাবো ।
আজকে আপনাদেরকে মর্যাদাপূর্ণ এবং ফজিলত পূর্ণ সূরা হাশরের শেষ তিন আয়াতের আরবি ,
বাংলা , এই আয়াতগুলোর অর্থ এবং ফজিলত ও হাশরের শেষ তিন আয়াত পড়ার নিয়ম
সম্পর্কে জানাবো। সূরা হাশরের শেষ তিন আয়াতে আল্লাহর মহত্ব এবং আল্লাহর গুণের
কথা বর্ণনা রয়েছে।
সূচিপত্রঃ সূরা হাশরের শেষ তিন আয়াত বাংলা অর্থসহ
- সূরা হাশরের শেষ তিন আয়াত এর ফজিলত
- সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ার নিয়ম
- সূরা হাশরের শেষ তিন আয়াত আরবি
- surah hashr last 3 ayat bangla
- সূরা হাশরের শেষ তিন আয়াত বাংলা অর্থসহ
- সূরা হাশরের শেষ তিন আয়াত ছবি
সূরা হাশরের শেষ তিন আয়াত এর ফজিলত
নিয়মিত সূরা হাশরের শেষ তিন আয়াত আমল করার ফজিলত অনেক বেশি , এবং এই আমল
সম্পর্কে হাদিস থেকেও বর্ণনা পাওয়া যায়। মাকাল বিন ইয়াসার (রা) একটি
বর্ণনা থেকে জানতে পারা যায় যে , নবীজি বলেছেন - যে ব্যক্তি সকাল -
সন্ধ্যায় সূরা হাশরের শেষ তিন আয়াত আমল করবে আল্লাহ পাক তার জন্য ৭০ হাজার
ফেরেশতা নিযুক্ত করে দিবেন এবং এই ফেরেশতাগণ সেই ব্যক্তির জন্য সকাল থেকে
সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে।
আর কেউ যদি সন্ধ্যায় সুরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করে সকালের মধ্যে
মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের দরজা লাভ করবে এবং কেউ যদি সকালে সূরা হাশরের শেষ
তিন আয়াত তেলাওয়াত করে তাহলে সন্ধ্যার মধ্যে মৃত্যুবরণ করলে সেও শহীদের মর্যাদা
লাভ করবে (তিরমিজি , আবু দাউদ,)। এখানে সকাল ও সন্ধ্যা বলতে মাগরিবের ওয়াক্ত এবং
ফজরের ওয়াক্ত কে বোঝানো হয়েছে।
সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ার নিয়ম
সূরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত এবং এই আয়াতটি আমলের ব্যাপারে হাদিসে বর্ণনা
রয়েছে। সূরা হাশর যেহেতু কুরআনের একটি সূরা তাই , হাশরের শেষ তিন আয়াত মুখস্ত
থাকলে যে কোন ব্যক্তি কোরআন তেলাওয়াতের নিষিদ্ধ সময় ব্যতীত যেকোনো সময়
তেলাওয়াত করতে পারবে তবে , বেশি ফজিলত পাওয়ার জন্য সকাল এবং সন্ধ্যায়
সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ার নিয়ম রয়েছে। সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ মাগরিব
ও ফজরের নামাজের ,ফরজ নামাজ শেষ করার পরে সুরা হাশরের শেষ তিন
আয়াত অনেক ফজিলত পাওয়া যাবে। সুরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াতের নিয়ম
হল এই আয়াতগুলো পড়ার আগে ,একটি দোয়া আছে যেটি ৩ বার পড়তে হয়। দোয়াটি হল ,
নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url