অনলাইনে ট্রেনের টিকিট কাটার সহজ নিয়ম
আমাদের ভেতরে অনেকেই বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয় এবং যাতায়াতের সময় ও খরচ বাঁচাতে অনেকেই বেছে নেয় ট্রেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করা অত্যন্ত ধৈর্যের একটি বিষয় এবং এর জন্য মূল্যবান সময় নষ্ট হয়। কিন্তু এখন আর এই বিরক্তিকর বিষয়টি নিয়ে চিন্তা করার কিছু নেই কারণ অনলাইনেই আপনি খুব সহজে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেন, দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে।
অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম যদি আপনার জানা থাকে তাহলে আপনি আপনার
মূল্যবান সময়ে বাঁচিয়ে , ঘরে বসে খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। তাহলে
চলুন আর দেরি না করে অনলাইনে কিভাবে ঘরে বসেই ট্রেনের টিকিট সংগ্রহ করা যায় সে
ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সুচিপত্রঃঅনলাইনে ট্রেনের টিকিট কাটার সহজ নিয়ম
- ট্রেনের টিকিট কাটার অ্যাপস এর নাম
- টিকিট কাটার অ্যাপসে রেজিস্ট্রেশন
- অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে আপনার যদি জানা না থাকে এবং আপনি যদি
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী হন। তাহলে পোষ্টের এই
অংশটি শুধুমাত্র আপনার জন্য। কারণ পোস্টের এ অংশে আমরা আলোচনা অনলাইনে ট্রেনের
টিকিট কাটার নিয়ম সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক অনলাইনে
থেকে টিকিট কাটার নিয়ম। অনলাইনে মাধ্যমে টিকিট কাটতে হলে সর্বপ্রথমে আপনাকে একটি
আপনার ফোনের ডাউনলোড করতে হবে। অনলাইনে ট্রেনের টিকিট কাটার অ্যাপটির নাম হল '
রেল সেবা'।এ অ্যাপটি আপনি দুইভাবে ডাউনলোড করতে পারেন।
- গুগল প্লে স্টোর থেকে
- গুগল ক্রোম ব্রাউজার থেকে
আপনার ইচ্ছামতন যেকোনো একটি উপায় থেকে অনলাইনে ট্রেনের টিকিট কাটার ' রেল সেবা'
অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনার এনআইডি কার্ড এবং জন্ম
তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করার পর পাসওয়ার্ড দ্বারা এটি লগইন করবেন। লগইন করা
হয়ে গেলে আপনি কোথায় থেকে কোথায় যাবেন সেটি সিলেক্ট এর জন্য from এবং To অপশন
দুটি পূরণ করবেন। এরপর আপনাকে বাছাই করতে হবে ট্রেনের ক্লাস এবং ডেট। নিচের দিকে
সার্চ ট্রেনস অপশনটি সিলেক্ট করার মধ্যে দিয়ে আপনাকে ট্রেন নাম এবং ট্রেনের সময়
বাছাই করে নিতে হবে।
ট্রেনের নাম এবং ট্রেন ছাড়ার সময় সিলেক্ট হয়ে গেলে বুক নাও অপশনে ক্লিক করার
পর আপনাকে অ্যাভেলেবেল ট্রেনের সিটগুলোর মধ্যে থেকে আপনার পছন্দের সিট অথবা
সিটগুলো বাছাই করে টিকিট কেনার জন্য 'পারচেজ' অপশনে ক্লিক করতে হবে। পারচেজ অপশনে
ক্লিক করার পরে যাত্রীর নাম এবং যাত্রী শিশু না বয়স্ক সেই বিষয়গুলো কনফার্ম
করতে হবে এরপর আপনার সামনে বেশ কিছু আইকন শো করবে যেগুলোর মাধ্যমে আপনি টিকিটের
মূল্য পরিশোধ করতে পারবেন। এই আইকন গুলোর মধ্যে থেকে যে মাধ্যমে আপনি ট্রেনের
টিকিটের মূল্য পরিশোধ করবেন সেই অপশনটি সিলেক্ট করে proceed to payment ক্লিক করে
টিকিটের মূল্য পরিশোধ করলে, অনলাইনে আপনার ট্রেনের টিকিট কাটা হয়ে যাবে। আশা
করছি, অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম বুঝতে পেরেছেন।
ট্রেনের টিকিট কাটার অ্যাপস এর নাম
প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনযাত্রার মানকে অনেক উন্নত করে তুলেছে সাথে সাথে
কাজকর্ম ঘরে বসে অথবা প্রযুক্তির মাধ্যমে করার ফলে আমাদের মূল্যবান সময়ও বাঁচানো
সম্ভব হচ্ছে। আগে যেখানে ট্রেনের বা বাসের টিকিট কাটার জন্য কাউন্টারে যে
অনেকক্ষণ লম্বা লাইন এ দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে হতো সেখানে এখন আমরা সেই
টিকিটটি মোবাইল ফোনের মাধ্যমে নেই খুব সহজে, যেখান সেখান থেকে কেটে নিতে পারি ।
তবে এ কাজটি করার জন্য আপনাকে প্রথমে টিকিট কাটার অ্যাপস এর নাম জানতে হবে , কারণ
মোবাইলে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। আর আপনি
যদি টিকিট কাটার অ্যাপস এর নাম না জানেন তাহলে গুগল প্লে স্টোর থেকে আপনি
অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন না। চলুন তাহলে জেনে নিয়ে টিকিট কাটার অ্যাপস এর
নাম। ঘরে বসেই আপনার মোবাইলের মাধ্যমে যে অ্যাপসটির সাহায্যে আপনি টিকিট কাটবেন,
টিকিট কাটার সেই অ্যাপস এর নাম হল ' রেল সেবা'। এই রেল সেবা অ্যাপস এর মাধ্যমে
আপনাকে টিকিট কাটতে হবে।
টিকিট কাটার অ্যাপসে রেজিস্ট্রেশন
এতক্ষণ আপনাদেরকে জানালাম টিকিট কাটার অ্যাপস এর নাম। কিন্তু শুধু কি টিকিট কাটার
অ্যাপস এর নাম জানলেই চলবে? কখনই নই। এবার আপনাকে ' রেল সেবা' অ্যাপটি ডাউনলোড
করতে হবে গুগল প্লে স্টোর থেকে অথবা আপনি chrome ব্রাউজার থেকেও সরাসরি ' রেল
সেবা 'অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করা হয়ে গেলে এই অ্যাপটি
ব্যবহার করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক টিকিট কাটার অ্যাপসে রেজিস্ট্রেশন করবেন। টিকিট
কাটার অ্যাপসে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে,NID কার্ডের নম্বর এবং জন্ম
তারিখ লিখে ভেরিফাই করাতে হবে। যখন সফলভাবে ভেরিফাই হয়ে যাবে টিকিট কাটার
অ্যাপসটি লগইন করার জন্য আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। পাসওয়ার্ড
দিয়ে সিলেক্ট করলেই আপনার রেজিস্ট্রেশন করা হয়েছে।
নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url