মুখে এলোভেরা জেল ব্যবহারের নিয়ম - চুলে এলোভেরা জেল ব্যবহারের নিয়ম
সূচিপত্রঃএলোভেরা খাওয়ার উপকারিতা - মুখে এলোভেরা জেল ব্যবহারের নিয়ম
মুখে এলোভেরা জেল ব্যবহারের নিয়ম
ত্বকে বা মুখে এলোভেরা জেল এর ব্যবহারের কথা আমরা অনেকের মুখে অনেক ভাবে শুনেছি এবং আমরা রূপচর্চায় এলোভেরা জেলের ব্যবহার সম্পর্কে জানি না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিল কিন্তু আপনি কি মুখে অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম সম্পর্কে সঠিকভাবে জানেন? আপনি যদি রূপচর্চায় বা মুখে এলোভেরা জেল ব্যবহারের নিয়ম সম্পর্কে সঠিকভাবে না জেনে থাকেন তাহলে এখনি এই বিষয়টি জেনে নিতে পারেন। এলোভেরা জেল মুখে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন তবে সঠিকভাবে মুখে এলোভেরা জেল ব্যবহারের নিয়ম গুলো হল,
মুখে এলোভেরা জেল ব্যবহারের জন্য অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে
সরাসরি আপনি এটি নিয়মিত মুখের ত্বকে ব্যবহার করতে পারেন অথবা ভিটামিন ই
ক্যাপসুলের ভেতরের তরল অংশটি বের করে সেটির সাথে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে
পারেন। এছাড়াও আপনি এলোভেরা জেল কিউব বা স্লাইস আকারে কেটে ৪-৫ মিনিটের জন্য
ডিপ ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে মুখের ত্বকে ঘুরতে পারেন। রোদে পোড়া দাগ
দূর করতে এলোভেরা জেলের সাথে লেবুর রস মিশিয়ে ভালোভাবে মিক্সড করে ক্রিম তৈরি
করে নিন এরপরেটিং মাস্ক আকারে আপনার চেহারায় ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন এরপর
ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। চালের গুড়ার সাথে এলোভেরা জেল মিশিয়ে এটি আপনার
মুখের ত্বকে আলতোভাবে ঘষার মাধ্যমে ত্বকের প্রাকৃতিক স্ক্রাব হিসেবেও ব্যবহার
করতে পারেন।
চুলে এলোভেরা জেল ব্যবহারের নিয়ম
এলোভেরা ,ডিমঃ ডিম এলোভেরা জেল এর সাথে ডিম মিশিয়ে এই মিশ্রণটিও আপনি আপনার চুলের ব্যবহার করতে পারেন । চুলের যত্নে অ্যালোভেরা জেল এবং ডিম দুটোই দুজন কার্যকরী উপাদান এ কারণে এই পদ্ধতিতে আপনি যদি চুল এবং চুলের গোড়ায় ব্যবহার করেন তাহলে চুল তার প্রয়োজনীয় পুষ্টি পাবে এবং ঝলমলেও উজ্জ্বল হবে।
মধু এবং এলোভেরাঃ চুল মশ্চারাইজ করতে এবং চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে মধু এবং এলোভেরা একসাথে মিশিয়ে তুলে ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে এলোভেরা জেল মাথায় তুলে লাগালে চুলের সুস্থতা দূর করে চুলকে উজ্জ্বল করতে সাহায্য করবে।
এছাড়াও এলোভেরা জেল এর সাথে আপনি টক দই অথবা লেবু মিশিয়েও মাথার চুলে ব্যবহার করে নিতে পারেন। আপনার হাতের কাছে যদি এলোভেরা জেল এর সাথে মেশানোর মতন কোন উপকরণ না থাকে তাহলে এলোভেরা থেকে জেল সংগ্রহ করে সরাসরি সেই জেলটিও মাথার ত্বকে এবং চুলে ব্যবহার করতে পারেন।
নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url