মোয়াজ্জিনের মর্যাদা
মোয়াজ্জিনের মর্যাদা
যিনি নামাজের জন্য আহ্বান করেন বা আজান দেন তাকে মোয়াজ্জিন বলা হয়, আর ইসলামে এই মুয়াজ্জিনের মর্যাদা বা স্থান অনেক উপরে। আমরা হয়তোবা সাধারণ দৃষ্টিতে একজন মুয়াজ্জিনকে খুব সাধারণ মানুষ হিসেবে গণ্য করি , কিন্তু ইসলামে একজন মোয়াজ্জিনের স্থান সাধারণ বা নগণ্য নয় বরঞ্চ মোয়াজ্জেমের মর্যাদা বা স্থান ইসলামের দৃষ্টিতে অনেক উপরে। আজকে আপনাদের জানাবো মোয়াজ্জিনের মর্যাদা সম্পর্কে।
নবীজি (সা) আরো বলেছেন -যে ব্যক্তি সওয়াবের আশায় ছয় বছর আযান দেয় তার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ লিখে দেয়া হয় ( তিরমিজি, আবু দাউদ , ইবনে মাজাহ )
হাদিসের বর্ণনা থেকে আরও জানতে পারা যায় , নবীজি বলেছেন - যে ব্যক্তি ১২ বছর আযান দেয় তার জন্য জান্নাত ওয়াজিব ও যাই এবং প্রত্যেক কাজানোর জন্য ৬০ টি করে নেকি ও ইকামাতের জন্য ৩০ টি করে নেকি লিখা হয় (ইবনে মাজাহ ও মিশকাত শরীফ)
নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url