সূরা কাফিরুন আরবি - সুরা কাফিরুন বাংলা উচ্চারন
সূরা কাফিরুন হল কুরআনের ১০৯ তম সূরা । মক্কায় কাফেররা নবী করিম (সাঃ) আপোসের
প্রস্তাব দিয়েছিল। এই বলে যে কিছু দিন আপনি আমাদের খোদার ইবাদত করেন আবার কিছুদিন
আমরা আপনার খোদার ইবাদত করবো। এই সূরায় তাহাদের সেই কথার জবাব দেওয়া হয়েছে। কেননা
ধর্ম বলিতে আল্লাহর নিকট শুধুমাত্র ইসলামই একমাত্র ধর্ম।
ফযীলত: কোনো ব্যক্তি যদি এই সূরা সকাল ও সন্ধায় পাঠ করে তবে সে শিরক ও খারাপ কাজ
হইতে রক্ষা পাইবে। যদি কেও এই সূরা সপ্নে দেখে, তবে সে কাফেরদের সাথে জিহাদ করবে।
এবং সবচেয়ে বড় কথা হল এই সূরাটি হলো এমন একটি সূরা যার মাধ্যমে শিরক থেকে
মুক্তি লাভ করা যায়।
লাআ‘বুদুমা-তা‘বুদূন।
ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম,
ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
অর্থ: বলিয়া দাও:
সূচিপত্রঃ সূরা কাফিরুন আরবি - সূরা কাফিরুন বাংলা উচ্চারন
- সুরা কাফিরুন ফযীলত
- সুরা কাফিরুন আরবি
- সুরা কাফিরুন বাংলা উচ্চারন
- সুরা কাফিরুন অর্থ
সূরা কাফিরুন ফযীলত
সূরা কাফিরুন আরবি
قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ
وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ
সূরা কাফিরুন বাংলা উচ্চারন
কুল ইয়াআইয়ুহাল কা-ফিরূন।লাআ‘বুদুমা-তা‘বুদূন।
ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম,
ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
সূরা কাফিরুন অর্থ
হে কাফিররা।
আমি সেই সবের ইবাদত করি না, যাহাদের ইবাদত তোমরা কর।
আর না তোমরা তাহার ইবাদত কর, যাহার ইবাদত আমি করি।
আমি তাহাদের ইবাদত করতে প্রস্তুত নহি যাহাদের ইবাদত তোমরা করিয়াছ
আর না তোমরা তাঁহার ইবাদত করিতে প্রস্তুত যাহার ইবাদত আমি করি।
তোমার জন্য তোমাদের দ্বীন আর আমার জন্য আমার দ্বীন।
নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url