লো প্রেসারে কি স্ট্রোক হয়
লো প্রেসারে কি স্ট্রোক হয়
লো প্রেসারের কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে প্রেসার লো হলে ক্ষতি কতটা মারাত্মক হতে পারে? লো প্রেসারের কারণেও জীবন নাশের নতুন ঘটনা ঘটতে পারে তবে এটি খুব কম দেখা যায়। লো ব্লাড প্রেসার এর ক্ষতির তীব্রতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলে থাকেন বা এই ব্যাপারটি অনেকেই সঠিকভাবে জানেন না। অনেকেই জানেন না লো প্রেসারে কি স্ট্রোক হয়, নাকি হয় না। বিষয়টি জানলেও দোটানাই থাকেন বা নিশ্চিত হয়ে এ বিষয়টি বলতে পারেন না। তাই আজকে আপনাদের ক্লিয়ার ভাবে জানিয়ে দেবে লো প্রেসার হলে স্ট্রোক হয় কিনা সে সম্পর্কে। লো প্রেসার এর কারনেও অনেক সময় স্ট্রোক হয়ে থাকে এবং শরীর অনেকটা ভারী ভারী লাগে।
প্রেসার লো হলে কি হয়
প্রেসার লো যেহেতু যে কোন বয়সের মানুষের এবং যেকোনো ধরনের স্বার্থের মানুষের হতে পারে এই কারণে সকলের জেনে রাখা উচিত প্রেসার লো হলে কি হয়। বা প্রেসার লো হলে কি কি সমস্যা হতে পারে। কারণ যখন আপনি প্রেসার লো হলে কি কি অসুবিধা হতে পারে জানবেন তখন আপনি এসব বিষয়ে সচেতন হতে পারবেন। দেরি না করে চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রেসার লো হলে কি হয়। নিচে প্রেসার লো হলে কি কি সমস্যা হয় সে বিষয়গুলোর তালিকা আকারে তুলেধরা হলো,
- মাথা ঘুরা
- অজ্ঞান হয়ে যাওয়া
- ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেয়া
- শারীরিক দুর্বলতা
- চোখে অন্ধকার দেখা
- মানসিক অবসাদ
- পিপাসা লাগা
- হার্টবিট বেড়ে যাওয়া
- বিভিন্ন কাজে অমনোযোগী হওয়া
প্রেসার লো হওয়ার কারণ
প্রেসার লো হওয়ার কারণগুলো সম্পর্কে। আপনার যখন জানা থাকবে কোন কোন কারণ গুলোর জন্য প্রেসার লো হয়ে থাকে তখন আপনি এই সকল বিষয়গুলো র প্রতি যত্নবান হতে পারবেন এবং এ ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে তার বিপরীতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বেশ কয়েকটি কারণ নেই প্রেসার লো হওয়ার সমস্যা দেখা দিতে পারে। প্রেসার লো হওয়ার কারণগুলো হলো,
- পানি শূন্যতা
- খাদ্য ঘাটতি
- বেশি পরিশ্রম
- খাদ্য ঠিক মতন হজম না হওয়া
- অপুষ্টি
- রক্ত শূন্যতা
- ঘুমের ঘাটতি
- হরমোনের তারতম্য
নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url