চুল ঘন করার উপায়

 মাথার চুল ঘন করার উপায়

মাথার চুল ঘন করার পেছনে সবচেয়ে বড় কৌশল যেটি সেটি হল চুলের সঠিক পরিচর্যা। আপনি যদি চুলের সঠিক পরিচর্যা বা যত্ন করেন তাহলে আপনার মাথার চুল ঘন হতে পারে । তবে তবে চুলের সঠিক পরিচর্যা করার জন্য জানতে হবে ,পরিচর্যা করার সঠিক উপায়। তাই আপনার যদি মাথার চুল ঘন করার উপায় সম্পর্কে আইডিয়া বা ধারণা না থাকে তাহলে এ বিষয়ে । আজকে যেহেতু আলোচনা করা হবে মাথার চুল ঘন করার উপায় সম্পর্কে , তাই আপনি যদি মাথার চুল ঘন করার উপায় সম্পর্কে জানতে চান তাহলে পোস্টের এই অংশটি এখনই পড়ে ফেলুন।
পুষ্টিকর খাবার গ্রহণঃ আপনি যদি অস্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে পুষ্টিকর খাবারগুলো খাওয়া শুরু করেন বা পুষ্টিকর খাবার গুলো বেশি বেশি খেতে থাকেন তাহলে এটি আপনার মাথার চুল ঘন করার জন্য বিশেষভাবে কাজ করবে। কারণ পুষ্টিকর খাবার ভেতর থেকে আমাদের চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
মাথায় ডিম ব্যবহারঃ একটি ডিমের সাদা অংশ একটি বাটিতে ভালোভাবে ফেটিয়ে সেটি আপনার চুলে লাগান। এরপর সেটি ২-১ মিনিট আস্তে আস্তে আঁচরিয়ে ২৫-৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। আপনি যদি মাথার ত্বকে ডিম ব্যবহার করতে পারেন তাহলে এটি আপনার নতুন চুল গজাতে এবং মাথার চুল ঘন করতে সাহায্য করবে কারণ জিমে রয়েছে প্রাকৃতিক প্রোটিন।
ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করাঃ শ্যাম্পু কতটা বেশি দামি হলো সেটি বড় কথা নয় দেখতে হবে আপনি আপনি যেই সম্প্রতি ইউজ করছেন সেটি আপনার মাথার চুলের জন্য পারফেক্ট কিনা । আপনি যদি সঠিক শ্যাম্পু বাছাই করতেন না পারেন তাহলে আপনার চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার চুল যেহেতু উঠে যাবে সেহেতু চুল পাতলা হয়ে যাবে। অবশ্যই ২-৩ ভালো ভাবে শ্যম্পু করা তবে সেই সম্পত্তি হতে হবে মানসম্মত। আপনি মানসম্মত শ্যাম্পু ব্যবহার করলে এটি আপনার চুলের ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করবে এবং চুলের ধরে যাওয়ার রোধ করে মাথার চুল ঘন করতে সাহায্য করবে।
হট অয়েলঃ অয়েল সপ্তাহে ২-৩ দিন গোসলের আগে চুলের জন্য উপকারী এমন যেকোনো তেল সামান্য গরম করে সেটি মাথায় ৫-৬ মিনিট আস্তে আস্তে ম্যাসাজ করুন এবং ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্রক্রিয়াটিকে বলা হয় হট অয়েল মাসাজ।
অ্যালোভেরা জেল ব্যবহারঃ চুল ঘনকরার আরেকটি কার্যকরী উপাদানের নাম হলো অ্যালোভেরা জেল,একটি পাত্রে ৪-৫ চামচ অ্যালোভেরা জেল ও ও তার সাথে ২-৩ চামচ মধু মিশিয়ে আপনার মাথার ত্বকে লাগিয়ে সারকুলার মোশনে ম্যাসাজ করুন এবং ২৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

হেয়ার প্যাকঃ অবশ্যই সপ্তাহে ২ দিন হেয়ার প্যাক ব্যবহার করা বাঞ্চনিয়।আপনি যদি বাইরের হেয়ার প্যাক ব্যবহার না করতে চান তাহলে বাসায় টক দই,মধু ও ডিম দিয়েই ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করুন। বাইরের কেনা হেয়ার প্যাকের চাইতে ঘরে তৈরি করা হেয়ার প্যাক ব্যবহার করলে আপনার চুল দ্রুত ঘন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ।

পেঁয়াজের রস ব্যবহারঃপেয়াজের রস আমাদের চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সপ্তাহে ২-৩ দিন আপনার মাথার ত্বকে পেয়াজের রস দিয়ে ভালো ভাবে ম্যাসাজ করুন।

মেথিঃএকটি পাত্রে সারারাত মেথি ভিজিয়ে সেটা পরেরদিন ভালো ভাবে ব্লেন্ড করে একটি প্যাস্ট ব্যবহার বানিয়ে সেটি আপনার চুলে লাগান ২০-৩০ মিনিট পর্যন্ত এর পর এটি ভালো ভাবে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করলে ভালো ফল পাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url