চুল পড়ার কারণ - কোন হরমোনের অভাবে চুল পড়ে
চুল পড়ার কারণ
চুল ঝরে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার । বর্তমান যুগে, ছেলে - মেয়ে, ছোট - বড় প্রায় সকলেরই সমস্যাটা রয়েছে। কিন্তু কথা সেটি নয় ,আমরা কম বেশি সবাই জানি যে দিনে প্রায় ১০০ করে চুল ঝরা কোন অস্বাভাবিক বিষয় নয়, দিনে ১০০ টা চুল পড়া এটা স্বাভাবিক বিষয়ের মধ্যে পড়ে।কিন্তু যখন এই মাত্রাটা অস্বাভাবিক পর্যায়ে চলে যায় বা অনেক বেশি চুল পড়তে লাগে তখন বিষয়টি আমাদের সকলেরই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে এ অবস্থায় উদ্বিগ্ন না হয়ে আমাদের উচিত কি কারনে চুল ঝরে যাচ্ছে সেটা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী চিকিৎসা করা।আসুন তাহলে জেনে নেওয়া যাক চুল পড়ার কারণ গুলোঃজেনেটিক কারণে
এন্ড্রোজেন হরমোনের কারণে
প্রেগন্যান্ট অবস্থায় মেয়েদের হরমোনাল অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে
ডায়াবেটিসের কারণে
অটো ডিজিজ এর কারণে
জরালদের টিউমার বা সিস্ট থাকলে চুল পড়া বেড়ে যায়
মাথার ত্বকে ফাঙ্গাস বা ইনফেকশন থাকলে
এই কারণগুলো ছাড়াও আবহাওয়া গত কারণে এবং ধুলোবালির কারণেও অনেক সময় চুল পড়া বেড়ে যায় । অনেক সময় দেখা যায় যেই শ্যাম্পু গুলো আমরা মাথায় ব্যবহার করি সেগুলো মাথার ত্বকের সাথে এডজাস্ট না হলেও চুল পড়ার কারন হয়ে দাড়ায়।
নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url