Terms and Conditions & Privacy Policy & disclaimer
বিধি-নিষেধ ও শর্তাবলী ঃ
Bornomala it ওয়েব সাইট টি ব্যবহারের পূর্বে সকল পাঠক এবং লেখক কে এই সাইট এর সকল বিধি-নিষেধ ও শর্তাবলী ভাল ভাবে পড়ার জন্য অনুরোধ করা হল।
১। এখানে কেউ কোন প্রকার অস্লিল,হয়রানীমূলক,প্রতারনামূলক,মানহানীকর কোন পোস্ট করতে পারবে না।
২।এখানে কেউ কোন জাতী ,ধর্ম , বর্নের বিরুদ্ধে এবং কারও ধর্মীয় অনুভুতিতে আঘাত করে এমন কিছু লিখতে পারবে না ।
৩।এই সাইট থেকে কোন কিছু কপি করা থাকে সকলকে বিরত থাকতে বলা হল।যদি কেউ এটি অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করা হবে।
৪।এই সাইটে এসে কেউ আপত্তি জনক ছবি ,আক্রমনআত্মক কোন মন্তব্য করবেন না।
৫।Bornomala it তে ব্যবহৃত কোন ছবি,ভিডিও,পোস্ট বা লোগো কেউ ব্যবহার করতে পারবেন না।যদি কখন কাওকে ব্যবহার এর অনুমতি দেয়া হই তবুও সে এগুলো নিজের বলে ব্যবহার করতে পারবে না, তাকে অবশ্যই Bornomala it এর নাম সুস্পস্ট ভাবে উল্লেখ করতে হবে।
৬। এখানে কোন পোস্ট বা ছবি আপলোড দেয়ার সময় সেগুলো নিজের লিখা বা তৈরি কিনা,অন্য কোথাও থাকে সংগৃহীত কিনা, সংগৃহীত উৎসের নাম, অন্য ছবি ,পোস্ট হলে এর মালিকের অনুমতি আছে কিনা এ বিসয়গুলো নিশ্চিত করতে হবে ।
৭।সকল লেখক পাঠক কে তাদের নিজ নিজ ডিভাইস এর সুরক্ষা ব্যবস্থা গ্রহন করতে বলা হচ্ছে , কারন কোন ভাইরাস দারা কারও ডিভাইস এর কোন ক্ষতি হলে সে দ্বায় Bornomala it নিবে না।
৮।যদিও Bornomala it সত্য এবং নির্ভুল তথ্য দেয়ার চেষ্টা করা বা করবে ।তার পরেও, সব সময় সকল তথ্য যে ১০০% সত্যই হবে এ নিশ্চয়তা Bornomala it দিচ্ছে না।
Bornomala it এর সেবাগুলো সবাই যেন ভালো কাজে ব্যবহার করে সেই জন্য সবাই কে অনুরধ করা হলো।উপরের নিয়ম নিতীগুলো যদি কাউ অমান্য করে তবে Bornomala it যেকোন সময় আইনানুগ ব্যবস্থা নিবে। উপরিউক্ত শর্ত বা নিয়ম নিতীগুলো যেকোন সময় পরিবর্তিত হতে পারে,তাই সবাইকে মাঝে মাঝে শর্ত দেখে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।Bornomala it এর নীতিমালা সম্পর্কে কারো কোন মন্তব্য বা পরামর্শ থাকলে raihanariza57@gmail.com এই ঠিকানায় জানাতে বলা হলো।তবে সেটি মানা বা না মানা Bornomala it এর নিজস্ব ব্যপার।
নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url